সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ‘সিরিয়াস’ ছিলেন না তা রক্ষায়। রাগের চোটে ঘুমন্ত প্রেমিকের মুখে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠল পাকিস্তানের এক যুবতীর বিরুদ্ধে। জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের। যুবতীকে গ্রেপ্তার করেছে পাক পুলিশ।
লাহোর থেকে প্রায় ২০০ কিমি দূরে অবস্থিত সাহিওয়ালের বাসিন্দা বছর তিরিশের শাহরুখের সঙ্গে প্রেম ছিল আয়েষার। যুবতীর দাবি, বাড়ির চাপে তাঁর অন্যত্র বিয়ে হয়ে গেলেও শাহরুখ কথা দিয়েছিলেন তিনি ডিভোর্স পেলেই তাঁকে বিয়ে করবেন। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরেই শারীরিক সম্পর্কও ছিল। কিন্তু আয়েষার মনে হচ্ছিল, এই সম্পর্ককে তেমন গুরুত্ব দিতে নারাজ শাহরুখ। আর সেই কারণেই তাঁর ক্ষোভ বাড়ছিল। অভিযোগ, অবশেষে ঘুমন্ত যুবকের মুখে অ্যাসিড ছোড়েন আয়েষা। অ্যাসিড তাঁর মুখ ও শরীরের বহু জায়গায় লেগেছে বলে জানা যাচ্ছে। দ্রুত শাহরুখকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর।
এদিকে পুলিশ আয়েষার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। অভিযোগ দায়ের করা হয়েছে আয়েষার শাশুড়ি এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।