বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীর সঙ্গে সহবাস! ‘হাউস অ্যারেস্ট’ বিতর্কের মাঝে আইনি বিপাকে এজাজ খান

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীর সঙ্গে সহবাস! ‘হাউস অ্যারেস্ট’ বিতর্কের মাঝে আইনি বিপাকে এজাজ খান

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন সুড়সুড়ি দিয়ে দর্শক বাড়ানোর চেষ্টায় বিতর্কে ‘হাউস অ্যারেস্ট’। উল্লু অ্যাপের ওই অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে। তারই মাঝে বিতর্কে ওই শো-র সঞ্চালক এজাজ খান। এমনিই বিতর্ক যেন পিছু ছাড়ে না তাঁর। এবার এক অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ ওই অভিনেত্রী।

অভিনেত্রীর দাবি, ঘটনাটি ঘটে গত ২৫ মার্চ। ওইদিন এজাজ খান অভিনেত্রীর বাড়িতে আসেন। অভিনেত্রী বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে তাঁকে এজাজ ধর্ষণ করেন বলেই অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি দেন। এভাবেই তারপর থেকে একাধিকবার যৌন মিলন হয় তাঁদের। অভিনেত্রীর দাবি, এজাজকে বিয়ের কথা বলেন। তাতে রাজি হননি অভিনেতা। মুম্বইয়ের চারকোপ থানায় অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী। এজাজ খানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৪(২)(এম), ৬৯ এবং ৭৪ ধারায় মামলা রুজু হয়েছে।

বিতর্ক এবং এজাজ খান যেন একে-অপরের সমার্থক। ২০২১ সালে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়ে টানা দু’বছর হাজতবাস করতে হয়েছিল তাঁকে। তেইশ সালে জামিন পেয়ে জেলের বাইরে এলেও তাঁকে নিয়ে বিতর্কের অন্ত নেই। নিজেকে ‘নেটপ্রভাবী’ বলে দাবি করা এজাজ খানের ‘হাউস অ্যারেস্ট’ শো ঘিরে বিতর্ক তুঙ্গে! অভিযোগ, যৌনরসে ভরপুর এই শোয়ে প্রতিযোগী জুটিদের রকমারি ‘সেক্স পজিশন’ দেখাতে হয়। আর শোয়ের এমন অশ্লীল কন্টেন্টের ভিডিও ছড়িয়ে পড়তেই সরগরম নেটপাড়া। শিব সেনা (উদ্ধব শিবির), বজরং দলের তরফে এজাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দু’য়ে মিলে স্বাভাবিকভাবেই বেশ কোণঠাসা দশা এজাজের। তাঁর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *