বিয়েবাড়ির আনন্দে শূন্যে গুলি বরযাত্রীর, মৃত্যু আড়াই বছরের একরত্তির!

বিয়েবাড়ির আনন্দে শূন্যে গুলি বরযাত্রীর, মৃত্যু আড়াই বছরের একরত্তির!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর চলেছে বিয়ে করতে। সঙ্গীসাথীরা হইহই করতে করতে চলেছে সঙ্গে। পুড়ছে বাজি। শূন্যে চলছে গুলি। আর সেই উদযাপনই মুহূর্তে ডেকে আনল তীব্র শোক! গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাল এক আড়াই বছরের শিশু। এমনই অভিযোগে তোলপাড় নয়ডা। পুলিশ মামলা দায়ের করলেও এখনও অধরা অভিযুক্ত।

ঠিক কী হয়েছিল? রবিবার রাত দশটা নাগাদ আগাপুর গ্রামের পথে দেখা যায় বরযাত্রী-সহ বরকে। পাত্রের নাম বলবীর সিং। সেই সময় আচমকাই আনন্দ উদযাপন করতে গিয়ে বলবীরের গ্রামেরই এক ব্যক্তি শূন্যে গুলি ছোঁড়েন। অভিযোগ, ওই গুলিতেই মৃত্যু হয় একরত্তি ওই শিশুর। সে তার মা-বাবার সঙ্গে বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে বরযাত্রীদের দেখছিল। সেই সময়ই সে গুলিবিদ্ধ হয়। তার অভিভাবকদের অভিযোগ, পথ থেকে ছোড়া গুলি এসে বিঁধে যায় তার শরীরে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

অভিযুক্ত হ্যাপির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধান মেলেনি তাঁর। তিনি পলাতক বলে জানিয়েছে পুলিশ। চলছে তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টাই। এদিকে এমন অনভিপ্রেত ঘটনায় শোকের ছায়া গ্রামে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *