বিমানের কেবিনে মাত্রাছাড়া তাপমাত্রা! ভূবনেশ্বরে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী উড়ান বাতিল

বিমানের কেবিনে মাত্রাছাড়া তাপমাত্রা! ভূবনেশ্বরে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী উড়ান বাতিল

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের আকাশযাত্রায় বিঘ্ন লেগেই রয়েছে। এবার এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী একটি বিমানের যাত্রা স্থগিত হল ভূবনেশ্বর বিমানবন্দরে। বিমানের কেবিনের তাপমাত্রা অত্যাধিক পর্যায় পৌঁছায়। এরপরেই যাত্রী নিরাপত্তার কথা ভেবে উড়ান বাতিল করে বিমান সংস্থা।

যান্ত্রিক ত্রুটির কারণে কেবিনে তাপমাত্রা বেড়ে যাওয়া বিমানটিতে কত জন যাত্রী ছিল, কীভাবে বিকল্প উপায়ে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে, এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। উল্লেখ্য, রবিবার এয়ার ইন্ডিয়ার আরও একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল ।

গত বৃহস্পতিবার এআই ২০১৭ বিমানটির দিল্লি থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু ওড়ার আগে যখন বিমানটির পরিস্থিতি খতিয়ে দেখা হয়, তখনই উড়ানটিতে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট। এরপরই সেটাকে বাতিল ঘোষণা করা হয়। এরপর উড়ানটিকে দিল্লি বিমানবন্দরের পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয়। তবে উড়ানটিতে ঠিক কী ত্রুটি দেখা দিয়েছিল, তা বিমান সংস্থার তরফে জানানো হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *