সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মহাতারকা। আসমুদ্রহিমাচলে কে চেনে না তাঁকে? অথচ এমন তারকা দ্যুতিকে হেলায় সরিয়ে রেখে বিমানের ইকোনমি ক্লাসেই সফর করতে দেখা গেল রজনীকান্তকে। মুহূর্তে বিমানটি হয়ে উঠল সিনেমা হল। হাততালি, উচ্ছ্বাসকে অনায়াসে সামলাতে হাসিমুখে হাত নাড়লেন রজনী। তারপর বসে পড়লেন নিজের আসনে। এমন ‘ডাউন টু আর্থ’ এক সুপারস্টারকে দেখে অভিভূত নেট ভুবন। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও।
আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়। তবে জনপ্রিয় রজনীকান্ত নামেই। একসময়ে দুবেলা দুমুঠো অন্নসংস্থানের জন্য কী না করতে হয়েছে তাঁকে? কখনও কুলি হয়ে জিনিসপত্র বয়ে দিয়েছেন, কখনও বাসের টিকিট কেটেছেন কন্ডাক্টর হয়ে। আর আজ তিনি ৪০০ কোটি টাকার মালিক! গোটা বিশ্বে ‘থালাইভা’র অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু নিজের সেই শুরুর দিনগুলো ভোলেননি তিনি। তাই আকাশে উড়েও পা তাঁর মাটিতেই! যার প্রমাণ আগেও মিলেছে। মিলল আবারও।
Famous person Rajinikanth turns a flight🛫 into theatre with big reception, publish Jailer2️⃣ shoot. pic.twitter.com/hOrqpRdgsS
— Manobala Vijayabalan (@ManobalaV) April 25, 2025
অনেকেরই মনে আছে, গত বছরও তাঁকে এভাবেই বিমানের ইকোনমি ক্লাসে চড়তে দেখা গিয়েছিল। সামান্য ধনী কিংবা খ্যাতির আলোয় সামান্য ভেসে থাকা মানুষও যেখানে বিজনেস ক্লাস ছাড়া বিমানে ওঠেন না, সেখানে রজনীর এই অভ্যাস বুঝিয়ে দেয় এই বিনয়ই তাঁকে মহাতারকা করেছে। এবং বিমানে উঠে সকলের সঙ্গে হাসিমুখে কথাবার্তা চালিয়ে তিনি বুঝিয়ে দিতে পেরেছিলেন মানুষের মাঝে থেকেই তিনি তারকা হয়ে উঠতে জানেন। যাঁর ছবি মুক্তির দিন অঘোষিত ছুটির দিন হয়ে ওঠে, তিনি নিজেকে ধরাছোঁয়ার মধ্যে রেখেও ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারেন। মাথার স্বল্পকেশ হোক কিংবা সত্তরোর্ধ্ব হওয়ার বয়সোচিত ত্বক- কিছুই আড়াল করেন না। জানেন, এই বহিরাবরণে নয়, ‘সোয়্যাগ’ বস্তুটি রয়েছে তাঁর হৃদয়ের গভীরে। রুপোলি পর্দায় যার আবেদন আজও টোল খায়নি এতটুকু।
২০২৪ সালের ‘ভেট্টিয়ান’ ছবিতে শেষবার তাঁকে দেখা গিয়েছিল। এবার অপেক্ষা ‘কুলি’ ও ‘জেলার ২’-র। ভক্তরা মুখিয়ে রয়েছেন ‘থালাইভা’র নতুন ছবির জন্য। তারই ফাঁকে বিমানে হাস্যমুখ তারকাকে নিয়ে মজল নেট ভুবন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন