‘বিন্দুমাত্র বোধবুদ্ধি নেই’, ওড়িশার পাহাড়ে যত্রতত্র আবর্জনা দেখে চটলেন ‘মেগা পরিচালক’ রাজামৌলি

‘বিন্দুমাত্র বোধবুদ্ধি নেই’, ওড়িশার পাহাড়ে যত্রতত্র আবর্জনা দেখে চটলেন ‘মেগা পরিচালক’ রাজামৌলি

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশীর ইতিহাসের প্রেক্ষাপটে মেগা বাজেট দক্ষিণী সিনেমা তৈরি করছেন এসএস রাজামৌলি। আর সেই সিনেমার শুটিংয়ের জন্যই লোকেশন হিসেবে তিনি বেছে নিয়েছেন ওড়িশাকে। রাজ্যের পর্যটন শিল্পের উন্নতির জন্য মোহন চরণ মাঝি দিন কয়েক আগেই রাজামৌলিকে ধন্যবাদ জানিয়েছিলেন। বিগ বাজেট দক্ষিণী ছবিতে ওড়িশার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে পর্যটকরাও ভিড় জমাবেন সেখানে। সেই মর্মেই ‘বাহুবলী’ পরিচালককে কুর্নিশ জানান ওড়িশার মুখ্যমন্ত্রী। কিন্তু এবার রাজমৌলি যে দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন, তা দেখে নিন্দার ঝড়!

ঠিক কী ঘটেছে? সদ্য ওড়িশায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নতুন সিনেমা ‘SSMB29’ ছবির শুটিং সেরেছেন রাজামৌলি। তবে ছবির কাজ সেরেই সেখান থেকে বাড়িমুখো হননি তিনি। পরিচালক বেজায় ভালোবাসেন ঘুরতে। তাই ওড়িশায় গিয়েও সেই সুযোগ হাতছাড়া করেননি রাজামৌ লি। চলে গিয়েছিলেন দেওমালিতে ট্রেক করতে। আর সোলো ট্রেক করতে গিয়েই বিপত্তি! পাহাড়ের যত্রতত্র ছড়িয়ে আবর্জনা। ইতি-উতি প্লাস্টিক ছড়িয়ে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে কড়া বার্তা দিয়েছেন পরিচালক। পরিবেশদূষণের এহেন জ্বলজ্যান্ত উদাহরণ দেখে বেজায় বিরক্ত দক্ষিণী পরিচালক। টুইটারে সেই ভিডিও শেয়ার করে ক্ষোভও উগড়ে দিলেন তিনি।

রাজমৌলি লিখেছেন, ‘ওড়িশার সর্বোচ্চ শৃঙ্গ দেওমালিতে একাকী ট্রেকিং করলাম। অসাধারণ অভিজ্ঞতা। পাহাড় চূড়া থেকে পাখির চোখে ওড়িশার রুদ্ধশ্বাস ভিউ। তবে আবর্জনার স্তূপ দেখে মন খারাপ হয়ে গেল। এরকম অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ জায়গাটির আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা প্রযোজন। মানুষের একটু নৈতিক জ্ঞান, বোধবুদ্ধি বড় পরিবর্তন আনতে পারে। পর্যটকরা যাঁরা ঘুরতে আসেন, তাঁদের উচিত নিজেদের সঙ্গে আলাদা ব্যাগ রাখা, তাহলে এখানে না ছড়িয়ে আবর্জনাগুলো যথাস্থানে ফেলতে পারবেন।’ পরিচালক যে পরিবেশ সচেতনতার খাতিরেই এহেন বার্তা দিয়েছেন, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, রাজামৌলির সিনেমা মানেই বক্স অফিস কাঁপানো সিনেমা। আন্তর্জাতিক আঙিনায় ভারতীয় ছবির নতুন মাইলফলক গড়ার রেকর্ড। ‘বাহুবলী’, ‘বাহুবলী ২’, ‘আরআরআর’-এর মতো সিনেমাগুলোই তার প্রকৃত উদাহরণ। ‘SSMB29’ ছবির ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তা বলাই বাহুল্য। যে ছবির হাত ধরে আবার দীর্ঘদিন বাদে ভারতীয় বিনোদুনিয়ার পর্দায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। ২০১৯ সালে শেষবার তাঁকে বলিউডের পর্দায় দেখা গিয়েছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির সুবাদে। তবে মাঝে পাঁচ-পাঁচটি বছর কেটে গেলেও ভারতীয় বিনোদুনিয়ায় প্রিয়াঙ্কার আবির্ভাব ঘটেনি। একাধিক হলিউড প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। আর এবার যখন ভারতীয় ছবিতে প্রত্যাবর্তন করতে চলেছেন, তখন বলিউড ছেড়ে দক্ষিণমুখো ‘দেশি গার্ল’। সম্প্রতি ওড়িশায় ‘SSMB29’ ছবির শুটিংও করে গিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *