বিনা অনুমতিতে বিজ্ঞাপনে ব্যবহৃত সোনাক্ষীর ছবি! ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী

বিনা অনুমতিতে বিজ্ঞাপনে ব্যবহৃত সোনাক্ষীর ছবি! ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপণির বিজ্ঞাপনের জন্য অভিনেত্রী সোনাক্ষী সিনহার ছবি ব্যবহার করায় সংস্থার উপর বেজায় চটলেন শত্রুঘ্নকন্যা। সোশাল মিডিয়ায় এই নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন সোনাক্ষী।

এদিন বিভিন্ন ই-কমার্সের ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে নিজের ছবি দেখেই নাকি রীতিমতো চমকে যান সোনাক্ষী। তারপরেই নিজের ইনস্টাগ্রামে এমন পোস্ত করেন তিনি। সেখানে অভিনেত্রী লেখেন, ‘আমি নিজে প্রায়শই অনলাইনে কেনাকাটা করার দরুন এই ঘটনা আমার চোখ এড়ায়নি। এটা কীভাবে সম্ভব? কোনও অনুমতি ছাড়া কারও ছবি কীভাবে ব্যবহার করা সম্ভব? এটা নিতান্তই একটা সৌজন্য, এবং তা বজায় রাখা উচিত। যে কোনও কারও ছবি এভাবে ব্যবহার করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন। ঠিক সেভাবেই আমার ছবিগুলি ব্যবহারের আগে অবশ্যই আমার অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। এই ঘটনাটা আমি মেনে নিতে পারছি না।’

একইসঙ্গে ওই পোস্টে সোনাক্ষী সংস্থাগুলিকে সতর্ক করে আরও লেখেন, ‘যখন একজন শিল্পী কোনও পোশাক বা গয়নায় সেজে ওঠে তখন তার যথাযথ কৃতিত্ব সংশ্লিষ্ট ব্র্যান্ডকে দেওয়া হয়। এভাবে ছবি ব্যবহার করলে তা থেকে মানুষের ধারণা হবে সেই ছবিগুলি আপনার ব্র্যান্ডের। মানুষের মধ্যে কোনও ভ্রান্ত ধারণা তৈরি হওয়ার আগে সচেতন হন। শুধু তাই নয় আমি আইনি পদক্ষেপ নেওয়ার আগে আমার ছবিগুলি আপনাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলুন। নাহলে আমাকে অন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *