বিনামূল্যে কাউন্সেলিং সেশন থেকে কোর্স নির্বাচন, শিক্ষার্থীদের দিশা দেখাল JIS শিক্ষা মেলা

বিনামূল্যে কাউন্সেলিং সেশন থেকে কোর্স নির্বাচন, শিক্ষার্থীদের দিশা দেখাল JIS শিক্ষা মেলা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনধান্য অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হল ‘JIS এডুকেশন এক্সপো ২০২৫’ শিক্ষা মেলার। দু’দিনের এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুচিন্তিত ভবিষ্যৎ গড়তে বিশেষ নজর দেওয়া হয়েছে। JIS গ্রুপের ডিরেক্টর সর্দার সিমরপ্রীত সিং, প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও ইন্ডিয়ান আইডল খ্যাত বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং JIS গ্রুপের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই মেলা শুরু হয়।

মেলায় JIS গ্রুপের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রাম-সহ তাদের বিস্তৃত অ্যাকাডেমিক প্রস্তাবনাগুলো তুলে ধরেছে। এর মাধ্যমে ছাত্রদের সামগ্রিক বিকাশের প্রতি গ্রুপের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আলাদা বুথ স্থাপন করে কেরিয়ার কাউন্সিলরদের সঙ্গে শিক্ষার্থীদের বিস্তারিত আলোচনার সুযোগ করে দেওয়া হয়।
'JIS Education Expo 2025' education fair was held at Dhandhanya Auditorium in Kolkata to provide career guidance and future planning to students



উদ্বোধনী দিনের অন্যতম আকর্ষণ ছিল কলকাতার ৪০টিরও বেশি স্কুল থেকে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। এই আয়োজন শুধু মেধার স্বীকৃতিই নয়, হাজার হাজার শিক্ষার্থীকে তাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণে অনুপ্রেরণা জুগিয়েছে।

মেলার বিশেষ আকর্ষণ ছিল বিনামূল্যে কাউন্সেলিং সেশন। এখানে কেরিয়ার কাউন্সেলর শিক্ষার্থীদের কেরিয়ার নির্বাচনে নতুনত্ব ও দিশা দেখানোর চেষ্টা করেছেন। কোর্স নির্বাচন থেকে ভর্তি প্রক্রিয়া- সমস্ত পরামর্শেই এই সেশনগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সামগ্রিকভাবে, এই মেলা শিক্ষার্থীদের উন্নয়নে JIS গ্রুপের মূল্যবান প্রতিশ্রুতিরই প্রতিফলন।

JIS শিক্ষা মেলা বহু শিক্ষার্থীর কেরিয়ারে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে সর্দার সিমরপ্রীত সিং (ডিরেক্টর, JIS গ্রুপ) জানান, “JIS শিক্ষা মেলা নিছক একটি ইভেন্ট নয়। এটি বিদ্যার্থীদের সঠিক পথে পরিচালিত করে মেধার স্বীকৃতিকে প্রতিষ্ঠা দিতে চেয়েছে। শিক্ষার্থীদের উচ্চাকাঙ্ক্ষা ও সুযোগের মধ্যে সেতুবন্ধন তৈরির একটি অভিযান এই মেলা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আগামী দিনের কৃতীদেরকে গড়ে তোলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *