স্টাফ রিপোর্টার: রেকর্ড বৃষ্টিতে কলকাতায় জলজমা নিয়ে রাজনীতি! বিজেপির আর্থিক সাহায্য প্রত্যাখান করল নেতাজিনগরে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত ফল বিক্রেতার পরিবার। বুধবার সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রাণতোষ কুণ্ডুর বাড়িতে হাজির হন চার বিজেপি বিধায়ক। পরিবারকে আর্থিক সাহায্য দিতে চান তাঁরা। কিন্তু পরিবারের লোকজন তা প্রত্যাখ্যান করেন। রাজনৈতিক মহলের মতে, পুজোর আগে কলকাতায় বৃষ্টিতে জল জমা নিয়ে রাজনীতি করতে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। এদিন দলের তরফে আর্থিক সাহায্য নিয়ে যাওয়া তারই অঙ্গ। কিন্তু তাতে সাড়া মিলল না।
এদিকে, জলমগ্ন এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বুধবার দলের কর্মীদের আবেদন করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তৃণমূলের তরফে যখন নেতারা মঙ্গলবার সকাল থেকেই মানুষের পাশে থেকে সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তখন বুধবার বিজেপির রাজ্য সভাপতিকে দলের কর্মীদের কাছে কেন আবেদন করতে হচ্ছে নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য? প্রশ্ন উঠেছে গেরুয়া শিবিরের অন্দরেই।
বেনজির বৃষ্টিতে ফলের দোকান খুলতে গিয়ে প্রাণ হারান দক্ষিণ কলকাতার নেতাজি নগরের বাসিন্দা ফল ব্যবসায়ী প্রাণতোষ কুণ্ডু। শহরজুড়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে রাজ্যের তরফে তুলে দেওয়া হবে ২ লক্ষ টাকা। পাশাপাশি সিইএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমর্গাডের চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।