বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গর্তে পড়ল কানওয়ার যাত্রীবোঝাই গাড়ি, বিহারে মৃত্যু ৫ পুণ্যার্থীর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গর্তে পড়ল কানওয়ার যাত্রীবোঝাই গাড়ি, বিহারে মৃত্যু ৫ পুণ্যার্থীর

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল কানওয়ার যাত্রীবোঝাই গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে বিহারের ভাগলপুর জেলায়।

জানা যাচ্ছে, শ্রাবণ মাসের পবিত্র সোমবার উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন কানওয়ার যাত্রীরা। ডিজে-সহ ওই গাড়িতে ছিলেন ৯ জন যাত্রী। পথে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে গাড়িটি। অতর্কিতে এই ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। গাড়িটি পাশে একটি জলভর্তি গর্তে উলটে যায়। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে শাহকুন্ড থানা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, শাহকুণ্ড থেকে মাহাতো সুলতানগঞ্জ যাওয়ার রাস্তাটি সরু ও প্রচুর বৃষ্টির জেরে রাস্তার দুপাশে জল জমে রয়েছে। দুর্ঘটনার পর তেমনই এক জায়গায় জলের মধ্যে উলটে যায় গাড়িটি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ডিএসপি আইনশৃঙ্খলা নবনীত কুমার জানান, পুণ্যার্থীবোঝাই গাড়ি উলটে শাহকুন্ডের কাছে ৫ জনের মৃত্যু হয়েছে। ৩ জনকে উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করেছি। গাড়িটিতে ৯ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ৫ জন মৃত ও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করলেও গাড়ির চালক দুর্ঘটনার পর থেকে নিখোঁজ। তাঁর খোঁজ চলছে।

দুর্ঘটনায় পর কোনওমতে বেঁচে যাওয়া যুবক পিন্টু কুমার জানান, বৃষ্টির কারণে মাহাতো থানের কাছে কাদার উপর হঠাৎ গাড়িটি একপাশে টানতে শুরু করে। সম্ভবত চাকাটি সেখানে পিছলে যাচ্ছিল। সেই সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসে গাড়িটি। এর ফলে গাড়িতে থাকা সকলে বিদ্যুৎপৃষ্ট হন। নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে গিয়ে পড়ে গাড়ি। তার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ি থেকে ছিটকে পড়েন তিনি। বাকিরা গাড়ির সঙ্গে জলের মধ্যে গিয়ে পড়েন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *