সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল, ৯ মে ভারতে ‘আবির গুলাল’ রিলিজ করবে। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসের জেরে পাকিস্তানি সুপারস্টার ফাওয়াদ খানকে বয়কটের ডাক ওঠে নেটপাড়াজুড়ে। ধর্মের নামে নির্বিচারে কাশ্মীরে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। আর তার জেরেই মহাবিপাকে পড়েন পাক সুপারস্টার ফাওয়াদ খান। বলিউড সিনেমা হলেও পাকিস্তানের শিল্পী থাকায় ভারতে এই ছবির রিলিজ একেবারে বিশ বাঁও জলে পড়ে! এবার অবশেষে বিতর্কের রেশ কাটিয়ে গোটা বিশ্বে মুক্তি পাচ্ছে ‘আবির গুলাল’। কিন্তু ভারতীয় সিনেজগতের সিনেমা হলেও এদেশে ফাওয়াদের সিনেমা মুক্তির উপর নিষেধাজ্ঞা এখনও উঠল না।
উল্লেখ্য, ফাওয়াদ খানের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন বাণী কাপুর। দীর্ঘদিন ধরেই বলিউডের পর্দা থেকে ‘উধাও’ অভিনেত্রী। এই সিনেমার সুবাদেই বছর খানেক বাদে লাইমলাইটে আসার সুযোগ ছিল, কিন্তু ফাওয়াদের জন্য ভারতে সেই ছবির রিলিজ আটকে দেয় বলিউডের ফিল্ম সংগঠন। এবার খবর, নির্মাতারা গোটা বিশ্বে ‘আবির গুলাল’ রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেল, আগামী ২৯ আগস্ট বিশ্বের ৭৫টিরও বেশি দেশে মুক্তি পাচ্ছে এই ছবি। সেই তালিকায় ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশ থাকলেও ভারতের নাম নেই। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র মারফৎই এই খবর ফাঁস করা হয়েছে। জানা গেল, ব্রিটেনে এই সিনেমা পরিবেশনের দায়িত্বভার বর্তেছে ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড-এর উপর।
৮ বছরের বনবাস কাটিয়ে সবে বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। চলতি বছরের পয়লা এপ্রিলই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত বলিউড ছবি ‘আবির গুলাল’-এর ঝলক। যেখানে বাণী কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন পাকমুলুকের ‘হ্যান্ডসাম হিরো’। তবে সুদর্শন নায়কের ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যাবর্তনের খবরে তরুণীদের মনে হিল্লোল উঠলেও হুঁশিয়ারি দিয়েছিল রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পাক অভিনেতার সিনেমা মহারাষ্ট্রে রিলিজ করলে ‘দক্ষযজ্ঞ বাঁধবে’ বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিল ওই রাজনৈতিক দল। আপত্তি উঠেছিল বিভিন্ন স্তরেই। সেই প্রেক্ষিতেই ভারত ব্যতীত বিশ্বের বিভিন্ন প্রান্তে মুক্তি পাচ্ছে আবির গুলাল।