সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ায় বর্তমানে বায়োপিকের রমরমা। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি পর্দায় ক্রীড়াদুনিয়ার তারকাদের নিয়েও বায়োপিক হচ্ছে। আর সেই তালিকাতেই এবার নবতম সংযোজন ‘পপ সম্রাট’ মাইকেল জ্যাকসন। গতবছরই শোনা গিয়েছিল যে, তাঁর বায়োপিক তৈরি হচ্ছে। এবার নির্মাতারা রিলিজের দিনক্ষণ ঘোষণা করলেন।
২০২৪ সালের জানুয়ারি মাসের ২২ তারিখ থেকে শুরু হয়েছিল মাইকেল জ্যাকসনের বায়োপিকের কাজ। পরিচালনায় অ্যান্তোনি ফুকওয়া। প্রযোজনায় লায়নসগেট। মাইকেলের ভূমিকায় অভিনয় করেছেন তাঁরই ভাগ্নে জাফার জ্যাকসন। আন্তর্জাতিক স্তরে এই ছবির স্বত্ব কেনা হয়েছে, বলে খবর। গ্রাহাম কিংয়ের সঙ্গে যৌথভাবে এই বায়োপিকের প্রযোজনা করেছেন জন ব্রাঙ্কা, জন ম্য়াকক্লেন যাঁরা কিনা মাইকেল জ্যাকসন এস্টেটের কোএক্সিকিউটরও। ‘গ্ল্যাডিয়েটর’ এবং ‘দ্য অ্যাভিয়েটর’ খ্যাত জন লোগান চিত্রনাট্য লিখেছেন। স্বাভাবিকভাবেই ‘পপ সম্রাট’-এর জীবনকাহিনি নিয়ে সারা বিশ্বের কৌতূহল। বিশেষ করে তাঁর মৃত্যুরহস্য আজও চর্চিত বিনোদুনিয়ায়।
হলিউড মাধ্যম সূত্রে খবর, মাইকেলের ব্যক্তিগতজীবনের টানাপোড়েন দেখানো হবে এই ছবিতে। যদিও পপ সম্রাটের জীবনের বিতর্কিত ঘটনাগুলোকে আদৌ কীভাবে দেখানো হবে? তা এখনও নির্মাতারা পরিষ্কার করে জানাননি। তবে এবার প্রকাশ্যে এল রিলিজের দিনক্ষণ। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২৪ এপ্রিল মাসে মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের বায়োপিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন