সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে জার্সি বিতর্কের অবসান। জানা গেল, ভারতীয় দলের জার্সিতে ‘পাকিস্তান’ শব্দটি লেখা থাকবে। বুধবার বিসিসিআই সচিব দেবজিৎ শাইকিয়া জানান, জার্সি সংক্রান্ত আইসিসির সমস্ত নিয়ম মেনে চলবে ভারত। জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম লিখতে বিসিসিআই নাকি রাজি হয়নি, এমন খবরকে ভুয়ো বলে উড়িয়ে দেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর একমাসও বাকি নেই। তার মধ্যেই হঠাৎ করে জার্সি নিয়ে শুরু হয় নয়া বিতর্ক। খবর ছড়ায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যে জার্সি পরে নামবে, সেখানে লেখা যাবে না ‘পাকিস্তান’ শব্দটি। শোনা যায়, আয়োজক দেশ হলেও রোহিতদের জার্সিতে পাকিস্তানের নাম চাইছে না বিসিসিআই। আর সেই খবর জানতে পেরে রীতিমত ক্ষিপ্ত পাক বোর্ড। তাদের বক্তব্য, ভারতীয় বোর্ড ক্রিকেট রাজনীতি ঢোকাচ্ছে।