বিজেপি-তৃণমূল বিরোধী লড়াইয়ে একজোট! কালীগঞ্জে কংগ্রেস প্রার্থীকে সমর্থন লিবারেশনের

বিজেপি-তৃণমূল বিরোধী লড়াইয়ে একজোট! কালীগঞ্জে কংগ্রেস প্রার্থীকে সমর্থন লিবারেশনের

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


রূপায়ণ গঙ্গোপাধ্যায়: জোট জটিলতা কাটিয়ে অবশেষে কালীগঞ্জ উপনির্বাচনে বামেদের সমর্থন নিয়ে কালীগঞ্জে প্রার্থী দিয়েছে কংগ্রেস। অভিজ্ঞ রাজনীতিক কাবিলউদ্দিন শেখ এখানে লড়বেন। এবার তাঁকেই সমর্থনের কথা জানাল সিপিআই (এমএল) লিবারেশনও। মঙ্গলবার লিবারেশনের রাজ্য কমিটির তরফে বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে। লিবারেশন মনে করছে, এই মুহূর্তে ‘ফ্যাসিস্ট’ বিজেপি-আরএসএস এবং ‘দুর্নীতিবাজ’ তৃণমূলকে নিয়ে বীতশ্রদ্ধ রাজ্যবাসী। তাই অসাম্প্রদায়িক, উদারপন্থী কংগ্রেস প্রার্থীকে বেছে নেবেন তাঁরা। লিখিত বিবৃতিতে জনতার কাছে সেই আবেদন জানানো হয়েছে।

সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার লিখিত বিবৃতিতে জানিয়েছেন, ”আসন্ন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখকে সিপিআই (এমএল) লিবারেশন সমর্থন জানাচ্ছে। বাংলার বুকে ফ্যাসিস্ট বিজেপি আরএসএস যুদ্ধ উন্মাদনা ও সাম্প্রদায়িক ঘৃণা বিদ্বেষ প্রচার করে গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করতে চাইছে। অপরদিকে তৃণমূলের সীমাহীন দুর্নীতি ও গণতন্ত্রহরণের বিরুদ্ধে রাজ্যের মানুষ চরম বীতশ্রদ্ধ। এই প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্য সরকারের দুর্নীতি অত্যাচার অপশাসনের বিরুদ্ধে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমরা কালীগঞ্জের মানুষের কাছে আবেদন জানাচ্ছি।”

কালীগঞ্জ উপনির্বাচনে এবার মূলত ত্রিমুখী লড়াই। তৃণমূল প্রার্থী এখানকার প্রয়াত বিধায়কের মেয়ে আলিফা আহমেদ। বিজেপি প্রার্থী ‘আদি’ নেতা আশিস ঘোষ। বামেদের সমর্থনে কংগ্রেসের হয়ে লড়াই করবেন কাবিলউদ্দিন আহমেদ। তাঁকেই সমর্থন জানাল সিপিআই(এমলএল)। অর্থাৎ তৃণমূল, বিজেপি থেকে সমদূরত্ব বজায় রেখে উপনির্বাচনের লড়াইয়ে একজোট সমস্ত বাম ও বামমনস্ক দল। আগামী ১৯ জুন কালীগঞ্জে ভোটগ্রহণ, ২৩ তারিখ ফলপ্রকাশ। এখন দেখার, এই লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *