বিজেপিশাসিত ওড়িশায় নাবালিকাকে যৌন নিগ্রহের চেষ্টা, জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি! প্রশ্নে নারী নিরাপত্তা

বিজেপিশাসিত ওড়িশায় নাবালিকাকে যৌন নিগ্রহের চেষ্টা, জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি! প্রশ্নে নারী নিরাপত্তা

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার প্রশ্নের উঠল বিজেপিশাসিত ওড়িশার নারী নিরাপত্তা নিয়ে। এবার কটকে নাবালিকাকে যৌন নিগ্রহের চেষ্টার অভিযোগ অটোচালকের বিরুদ্ধে। শুধু তাই নয়, সে নাবালিকাকে পেট্রল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারারও হুমকি দেয় বলে অভিযোগ। অভিযুক্তকে অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যাচ্ছে, গত চলতি মাসের প্রথম সপ্তাহে ওই নাবালিকা তারই এক বন্ধুর সঙ্গে অটোরিকশায় চেপে জগৎপুর থেকে বদামবাড়ি যাচ্ছিল। গাড়ি শিখরপুরের কাছে আসতেই নাবালিকা ওই অটোচালকের কাছে পানীয় জল চায়। কিন্তু অটোচালক জানায় তার কাছে জল নেই। তখনই ওই নাবালিকা গাড়ি দাঁড় করিয়ে বন্ধুকে জল আনতে পাঠায়।

নাবালিকার অভিযোগ, তাকে একা পেয়ে অটোচালক গাড়ির ভেতরেই অশালীনভাবে স্পর্শ করে যৌন হেনস্তার চেষ্টা করে। বাধা দিলে চালক তাকে পেট্রল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারারও হুমকি দেয়। কয়েকদিন পরই গোটা বিষয়টি পরিবারকে জানায় নিগৃহীতা  চৌলিয়াগঞ্জ থানায় নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়। এরপরই বিশেষ দল গঠন করে ওই অভিযুক্তকে খুঁজে গ্রেপ্তার করে ওড়িশা পুলিশ। নিগৃহীতা তরুণীর মেডিক্যাল পরীক্ষারও ব্যবস্থা করা হয়।

কটক পুলিশের ডেপুটি কমিশনার খিলাড়ি ঋষিকেশ দ্যানদেও জানিয়েছেন, “চৌলিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই পুলিশের বিশেষ টিম তদন্ত শুরু করে। আমরা সঙ্গে সঙ্গেই নিগৃহীতা নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করি। তদন্তের পুরো সময় ওই নাবালিকা পুলিশের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছেন। তাঁরই দেওয়া তথ্য ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অটোরিকশাটি চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

উল্লেখ্য, বারবার নারী নিগ্রহের ঘটনা ঘটছে ‘গেরুয়া রাজ্য’ ওড়িশাতে। রবিবারই সম্বলপুরে এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। ঘটনায় তিনজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এর আগে ময়ূরভঞ্জেও এক নাবালিকাকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টা করা হয়েছিল।পাশাপাশি আঙ্গুল জেলায় এক আদিবাসী নারীকেও গণধর্ষণ করা হয়েছে বলে উঠছে অভিযোগ। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *