রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্য বিজেপিতে সভাপতি পদে সুকান্ত মজুমদারের উত্তরসূরি কে? তা নিয়ে জোর জল্পনা গেরুয়া শিবিরের অন্দরে। পরবর্তী রাজ্য সভাপতি এবং একাধিক জেলা সভাপতি নির্বাচন নিয়ে রবিবারই সল্টলেকে বৈঠকে করেছে বিজেপির কোর কমিটি। সেই বৈঠকে রাজ্য শেষে সভাপতি নির্বাচনের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ সুকান্ত মজুমদার। জানিয়ে দিলেন, রাজ্য সভাপতি নিয়োগ কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কিন্তু এবিষয়ে এখনও কোনও কেন্দ্রীয় নির্দেশ আসেনি।
সল্টলেকের ঝাঁ চকচকে অফিসে ঢোকার মুখেও সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত। তাঁদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “নেতার পরিবর্তন হয় মুখের পরিবর্তন হয়। পদে নতুন নেতা আসে কিন্তু কাজের পরিবর্তন হয় না। নতুন রাজ্য সভাপতি নির্বাচন করতে আমরা প্রস্তুত। ২৫ জন জেলা সভাপতির নাম ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। ২২ জন জেলা সভাপতির নাম ঘোষণা হলেই ভোটাভুটির মাধ্যমে রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে।” তবে তিনি এটাও মনে করিয়ে দেন যে রাজ্য় সভাপতি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্বই। সেই সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া হবে বলেও জানিয়ে দেন সুকান্ত।