বিজাপুরের জঙ্গলে সংঘর্ষে নিহত মাও কমান্ডার সোধি, মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা!

বিজাপুরের জঙ্গলে সংঘর্ষে নিহত মাও কমান্ডার সোধি, মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা!

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের জঙ্গলে অভিযানে চালিয়ে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। সেখানে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা সোধি কান্নার। তাঁর মাথার দাম ছিল আট লক্ষ টাকা। ছত্তিশগড় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার বিজাপুরের জঙ্গলে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল কান্নারের। যদিও প্রাথমিকভাবে মৃত মাও নেতার পরিচয় জানা যায়নি। সোমবার তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে।

সিআরপিএফ এবং ছত্তিশগড় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার আগেভাগে খবর পেয়ে বিজাপুরের জাতীয় উদ্যানে অভিযান চালায় যৌথ বাহিনী। নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল, ওই জঙ্গলে মাওবাদীদের তেলঙ্গানা রাজ্য কমিটি, জাতীয় উদ্যান কমিটি এবং পিএলজিএ-র একটি ব্যাটেলিয়নের নেতারা লুকিয়ে রয়েছেন। অভিযানে গুলির লড়াই শেষে সোধির দেহ উদ্ধার হয়। এছাড়াও মেলে একটি রাইফেল, একে-৪৭-এর ম্যাগাজিন এবং প্রচুর বিস্ফোরক।

সোমবার পুলিশ জানিয়েছে, নিহত সোধি ছিলেন মাওবাদীদের সশস্ত্র শাখা ‘পিপল্‌স লিবারেশন গেরিলা আর্মি’র (পিএলজিএ) একটি ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার। তেলঙ্গানায় একাধিক মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা। মনে করা হচ্ছে, শীর্ষনেতার মৃত্যুর জেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া নকশালপন্থীদের কোমর আরও ভাঙল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *