বিচারপতি জয়মাল্য বাগচির ‘সুপ্রিম’ উত্তরণের সুপারিশ কলেজিয়ামের, ২০৩১-এ চিফ জাস্টিস পদে!

বিচারপতি জয়মাল্য বাগচির ‘সুপ্রিম’ উত্তরণের সুপারিশ কলেজিয়ামের, ২০৩১-এ চিফ জাস্টিস পদে!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার সুপারিশ করল কলেজিয়াম। যদি শেষ পর্যন্ত সেটাই হয়, তাহলে ২০৩১ সালে  বিচারপতি কেভি বিশ্বনাথনের অবসর গ্রহণের পর তিনিই হতে চলেছেন দেশের প্রধান বিচারপতি। তবে সেই বছরের মে মাসে দায়িত্ব নিলেও অক্টোবরেই অবসর নেওয়ার কথা তাঁর। যদি সেটাই হয়, তাহলে জয়মাল্য বাগচিই আলতামাস কবীরের পর কলকাতা থেকে প্রধান বিচারপতি হবেন। এদিকে এদিন কলেজিয়াম কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশও করেছে। 

জয়মাল্য বাগচি কলকাতা হাই কোর্টের বিচারপতি হন ২০১১ সালের ২৭ জুন। ২০২১ সালের ৪ জানুয়ারি তিনি অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের বিচারপতির দায়িত্ব পান। কিন্তু ৮ নভেম্বর ফের তিনি কলকাতা হাই কোর্টে ফেরেন। সেই থেকে তিনি কলকাতা হাই কোর্টের বিচারপিত দায়িত্বই পালন করছেন। এবার, সব মিলিয়ে ১৩ বছরেরও বেশি সময় হাই কোর্টের বিচারপতি থাকার পর তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত করার সুপারিশ করল কলেজিয়াম। সেক্ষেত্রে হাই কোর্টের প্রধান বিচারপতি পদে না বসেই শীর্ষ আদালতের বিচারপতি হতে চলেছেন তিনি।

কলেজিয়ামের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, ‘দীর্ঘদিন হাই কোর্টের বিচারপতি থাকাকালীন জয়মাল্য বাগচি আইনের বিভিন্ন ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতার অধিকারী হয়েছেন।’ প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা বা কামদুনি মামলার মতো মামলায় হাই কোর্টের বিচারপতি পদে ছিলেন জয়মাল্য বাগচিই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *