‘বিগ বস’ খ্যাত আব্দু রজিক গ্রেপ্তার দুবাইয়ে! কী অভিযোগ ‘ছোটা ভাইজানে’র বিরুদ্ধে?

‘বিগ বস’ খ্যাত আব্দু রজিক গ্রেপ্তার দুবাইয়ে! কী অভিযোগ ‘ছোটা ভাইজানে’র বিরুদ্ধে?

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে সবাই চেনেন ‘ছোটা ভাইজান’ নামে। তাজিকিস্তানের বাসিন্দা হলেও ‘বিগ বস ১৬’-এর প্রতিযোগী হিসাবে ভারতে বেশ জনপ্রিয় তিনি। সেই আব্দু রজিক রবিবার সকালে গ্রেপ্তার হলেন দুবাই বিমানবন্দরে। তাঁর ম্যানেজমেন্ট টিমের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। এমনটাই দাবি ‘খালিজ টাইমস’-এর।

কিন্তু কী অভিযোগ গায়কের বিরুদ্ধে? জানা যাচ্ছে, রবিবার ভোর পাঁচটায় তিনি মন্টেনেগ্রো থেকে বিমানে দুবাই বিমানবন্দরে পৌঁছন। এরপরই তাঁকে আটক করা হয়। রজিকের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে বলে দাবি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে গ্রেপ্তারির কারণ হিসেবে কিছুই জানানো হয়নি। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে বিদেশি এই গায়ক ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে একটি মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তবে তাঁকে অভিযুক্ত হিসেবে সেই মামলায় সমন পাঠানো হয়নি বলেই দাবি।

‘ওহি দিলি জোর’, ‘চাকি চাকি বোরন’, ‘মোদার’-এর মতো বহু হিট গান উপহার দিয়েছেন এই তাজিকিস্তানি গায়ক। ২০২২ সালে তাঁকে আমন্ত্রণ জানানো হয় দুবাইয়ে অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে। আবু ধাবির সেই মঞ্চে তিনি ‘১৯৪২: আ লাভ স্টোরি’ ছবির ‘এক লড়কি কো দেখা’ গানটি গেয়ে সকলের মন জিতে নেন।

তবে ২০২২-২৩ সালে ‘বিগ বস ১৬’-ই তাঁকে এদেশে প্রকৃত পরিচিতি দেয়। সলমনের সঙ্গে তাঁর দুরন্ত রসায়ন সকলেরই পছন্দ হয়েছিল। তিনি প্রিয় অভিনেতাকে নিয়ে ‘ছোটা ভাইজান’ নামে একটি গানও বানান। সোশাল মিডিয়ায় প্রবল জনপ্রিয় আব্দু। ছোটবেলায় এক অসুখে আক্রান্ত হওয়ার কারণে তাঁর দেহ সেভাবে বাড়েনি। পরিবারের দারিদ্র ঘোচাতে অল্প বয়স থেকেই রাস্তায় গান গাইতে হত। কিন্তু সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আব্দু রজিক আজ কোটিপতি। কিন্তু এরপরও তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠায় নেটিজেনরা দুঃখিত। অনেকেই জানাচ্ছেন, তাঁদের বিশ্বাস হচ্ছে না ‘ছোটা ভাইজান’ এমন কিছু করতে পারেন বলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *