সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই আরও তীব্র হয়ে উঠেছে বালোচিস্তানে। এই লড়াইয়ে ভারতকে পাশে চায় বালোচ জাতি। সেই লক্ষ্যেই পর্যাপ্ত সমর্থন চেয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বালোচ আমেরিকান কংগ্রেসের (বিএসি) সভাপতি তারা চাঁদ। পাশাপাশি কড়া সুরে পাকিস্তানের সমালোচনায় সরব হলেন তিনি।
সম্প্রতি সোশাল মিডিয়ায় এ বিষয়ে সেই চিঠি তুলে ধরে তারা চাঁদ লেখেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখেছি। স্বাধীন বালচিস্তান গঠনে পূর্ণ সমর্থনের জন্য তাঁর কাছে আবেদন জানিয়েছি। বালোচিস্তানের মানুষ পাকিস্তানের শাসনের নামে ভয়াবহ নির্যাতন ও নরসংহারে অতিষ্ঠ।’ একইসঙ্গে তিনি লেখেন, স্বাধীন বালোচিস্তান শান্তিপ্রিয় ভারতের জন্য বরদান হয়ে উঠবে। ন্যায়ের লক্ষ্যে আমাদের পাশে দাঁড়ান।’ জানা যাচ্ছে, তারা চাঁদ এই চিঠি সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছেন। সেই চিঠিয়ে বালোচিস্তানের স্বাধীনতার লড়াইয়ের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আর্জি জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে তাঁর লালকেল্লার ভাষণের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তারা চাঁদ। চিঠিতে লিখেছেন, ‘আপনি লাল কেল্লার ভাষণে বালোচিস্তানের কথা উল্লেখ করে নৈতিক সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন।’
চিঠিতে পাক সেনাকে ‘জিহাদি আর্মি’ বলে উল্লেখ করেছেন তারা চাঁদ। লিখেছেন, ‘একটি জিহাদি সেনা বালোচিস্তানের হাজার হাজার মানুষের নির্যাতন, মৃত্যু এবং বাস্তুচ্যুতির জন্য দায়ী। ভারতীয় গণমাধ্যম ছাড়া আর কেউই সে বিষয়টি তুলে ধরে না।’ এমনকী এ প্রসঙ্গে রাষ্ট্রসংঘের সমালোচনাও করেন তারা চাঁদ। মোদির সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্তের প্রশংসাও করেন ওই বালোচ নেতা।
উল্লেখ্য, এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বিবৃতি জারি করেছিলেন তারা চাঁদ। তিনি লেখেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী মোদিজি। পাকিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে আপনার পদক্ষেপকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। বহু জঙ্গির আশ্রয়স্থল।’ বালোচিস্থানের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে চাঁদ আরও লেখেন, ‘পাকিস্তানের কুকীর্তি দমন করার জন্য বালোচিস্তানের বর্তমান পরিস্থিতির সমাধান একান্ত প্রয়োজন। অন্যথায় পাকিস্তান ভারতের জন্য হুমকি হয়ে থাকবে। বালোচিস্তানের স্বাধীনতার জন্য কৌশলগত দৃষ্টিভঙ্গিতে বিবেচনার সময় এসেছে। ঠিক যেভাবে বাংলাদেশকে পাকিস্তানের থেকে আলাদা করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইন্দিরা গান্ধী। বর্তমানে বালোচ জনগণ ভারতের জনগণের ভারতের পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানাচ্ছে।’