‘বালোচিস্তানের স্বাধীনতা আসন্ন’, অপারেশন সিঁদুরকে পূর্ণ সমর্থন বালোচ নেতার

‘বালোচিস্তানের স্বাধীনতা আসন্ন’, অপারেশন সিঁদুরকে পূর্ণ সমর্থন বালোচ নেতার

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে স্বাধীন বালোচিস্তানের স্বপ্ন বুনতে শুরু করেছে সেখানকার জনগণ। ১৯৭১ সালে ঠিক যেভাবে পাকিস্তান থেকে বিচ্যুত হয়ে বাংলাদেশ হয়েছিল, একইভাবে এবার পাকিস্তান থেকে বিচ্যুত হয়ে বালচিস্তান দেশ গঠিত হতে চলেছে বলে জানালেন বালোচ আমেরিকান কংগ্রেসের (বিএসি) সভাপতি তারা চাঁদ। পাশাপাশি কড়া সুরে পাকিস্তানের সমালোচনায় সরব হলেন তিনি।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বিবৃতি জারি করেন তারা। তিনি লেখেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী মোদিজি। পাকিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে আপনার পদক্ষেপকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। বহু জঙ্গির আশ্রয়স্থল।’ বালোচিস্থানের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে চাঁদ আরও লেখেন, ‘পাকিস্তানের কুকীর্তি দমন করার জন্য বালোচিস্তানের বর্তমান পরিস্থিতির সমাধান একান্ত প্রয়োজন। অন্যথায় পাকিস্তান ভারতের জন্য হুমকি হয়ে থাকবে। বালোচিস্তানের স্বাধীনতার জন্য কৌশলগত দৃষ্টিভঙ্গিতে বিবেচনার সময় এসেছে। ঠিক যেভাবে বাংলাদেশকে পাকিস্তানের থেকে আলাদা করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইন্দিরা গান্ধী। বর্তমানে বালোচ জনগণ ভারতের জনগণের ভারতের পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানাচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের থেকে স্বাধীনতা চেয়ে আন্দোলন করছেন বালোচ বিদ্রোহীরা। পাকিস্তানের মাটিতে অপারেশন সিঁদুরের পরদিন গত বুধবার পাক সেনার উপর জোড়া হামলা হয় বালোচিস্তানে। বোলানের শোরকান্ডে সেনা কনভয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইইডি বিস্ফোরণ হয়। অন্তত ১২ সেনা আধিকারিকের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ছিলেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুক-সহ আরও অনেকে। সেনার গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এদিনই দুপুর ২টো ৪০ মিনিটে কেছের কুলাগ তিগরানেও রিমোট কন্ট্রোল পরিচালিত আইইডি বিস্ফোরণ হয়। তাতে বম্ব ডিসপোজাল স্কোয়াডের দুই আধিকারিকের মৃত্যু হয়।

এই হামলার পর নিজেদের স্বাধীন ঘোষণা করে এক্স হ্যান্ডেলে বালোচ লিবারেশন আর্মির প্রকাশ করা হামলার ভিডিও-সহ বার্তা দেন বিখ্যাত সাহিত্যিক মির ইয়ার বালোচ। যেখানে লেখা হয়, “আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। ভারতের কাছে আবেদন, দিল্লিতে স্বাধীন বালোচিস্তানের দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক। রাষ্ট্রসংঘের কাছেও আমরা আর্জি জানাই, আমাদের স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। সেই সঙ্গে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে হঠানো হোক।” একইসঙ্গে জানান, দ্রুতই স্বাধীন বালোচিস্তানের সরকার গঠিত হবে। তার আগে প্রশাসন থেকে সরে যেতে হবে অ-বালোচদের। ক্যাবিনেটে বালোচ মহিলাদের প্রতিনিধিত্ব থাকবে। বন্ধু রাষ্ট্রগুলির নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে স্বাধীন বালোচিস্তান। তবে বালোচ লিবারেশন আর্মির দাবি, বালোচ ভূখণ্ডের ৩০ শতাংশ তারা দখল করতে পেরেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *