সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝরাতে পাটায়ায় পুলিশে ফোন তিন ভারতীয় পর্যটকের! পাটায়ায় এক বার গার্লের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। পাটায়া মেলের প্রতিবেদন অনুযায়ী, ওই তিন ভারতীয় যুবক এক বার গার্লকে নিয়ে হোটেলে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে বার গার্লের ‘বক্ষযুগলে’র মাপ না পসন্দ হয় তাঁদের। এরপরই বার গার্লের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। বিষয়টি চরম পর্যায়ে পৌঁছলে পুলিশে খবর দেন তিনজনে।
ভারতীয় পর্যটকদের দাবি, ওই মহিলা তাঁদের রুমে এসেছিলেন। তবে বেশকিছু কারণে ওই মহিলার সঙ্গে তাঁদের তর্কাতর্কি হয়। এরপর ওই মহিলাকে রুম ছেড়ে চলে যেতে বললেও তিনি রাজি হননি বলে অভিযোগ। তবে ওই মহিলার পালটা দাবি, তিনি তিনজনের সঙ্গে একটি নির্দিষ্ট টাকার চুক্তি করেছিলেন। তাই চুক্তি মতো সম্পূর্ণ টাকা না পাওয়া পর্যন্ত তিনি রুম ছেড়ে যাবেন না।
পাটায়ার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ১৮ জুলাই আনুমানিক রাত আড়াইটা নাগাদ পাটায়া থানায় পুলিশের কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে তিন যুবক পুলিশের কাছে সাহায্য চান। এরপরই ওই হোটেলে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। সেখানে পৌঁছে তাঁরা দেখেন রুমের ভিতরে ৩৫-৪০ বছর বয়সি এক মহিলা ও তিন যুবক রয়েছেন।
হঠাৎ রুমের মধ্যে পুলিশ দেখে কিছুটা অবাক হয়ে যান ওই বার গার্ল। তিনি পুলিশকে জানান, ওই তিনজন যুবকদের সঙ্গে জন প্রতি তিন হাজার বাট (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৮ হাজার একশো টাকার কিছু বেশি) করে চুক্তি হয়। প্রাথমিকভাবে তাঁকে এক হাজার বাট দেওয়া হয়। এরপরই ওই যুবকদের সঙ্গে রুমে আসেন তিনি। তবে রুমে আসার পরই মহিলার ‘বক্ষযুগলে’র মাপ নাপসন্দ হয়। এরপরই মহিলাকে রুম থেকে বেরিয়ে যেতে বলেন ওই তিন ভারতীয় যুবক। যদিও বকেয়া টাকা না পেলে রুম ছেড়ে যেতে অস্বীকার করেন তিনি। এরপরেই ওই তিন যুবক বাকি টাকা দিয়ে দেন। আর এমন সময়েই পুলিশ এসে উপস্থিত হয় হোটেলের রুমে।