বারাকপুরে টিউশন পড়ে ফেরার পথে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ! গ্রেপ্তার প্রতিবেশী যুবক

বারাকপুরে টিউশন পড়ে ফেরার পথে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ! গ্রেপ্তার প্রতিবেশী যুবক

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


অর্ণব দাস, বারাকপুর: টিউশন পড়ে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বারাকপুরের জাফরপুর স্কুলপাড়া এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণির ওই ছাত্রী। শনিবার সন্ধ্যায় টিউশন পড়তে গিয়েছিল সে। অভিযোগ, ফেরার পথে শুভজিৎ বিশ্বাস নামে প্রতিবেশী এক যুবক নাবালিকার পথ আটকায়। প্রতিবেশী হওয়ায় প্রথমে ওই ছাত্রী কিছু বুঝতে পারেনি। এরপর তাকে জোর করে এলাকারই একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানেই শুভজিৎ নাবালিকাকে ধর্ষণ করে বলে দাবি নির্যাতিতার। যুবকের হাত থেকে বাঁচতে আর্তনাদ করে নাবালিকা। কিন্তু এলাকায় একটি অনুষ্ঠান হওয়ায় তার চিৎকার কারও কান পর্যন্ত পৌঁছয়নি।

এরপর কোনওক্রমে বাড়ি ফেরে নাবালিকা। বিধ্বস্ত অবস্থায় ঘরে ঢুকেই জ্ঞান হারায় সে। তাতেই সন্দেহ হয় পরিবারের সদস্যদের। জ্ঞান ফিরতে তাকে চেপে ধরতেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই শুভজিৎকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে নাবালিকাকে পাঠানো হয়েছে শারীরিক পরীক্ষার জন্য। তবে ধৃত অভিযোগ অস্বীকার করেছে বলেই খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *