বারবার KYC জমার ঝক্কি থেকে মুক্তি, অনলাইনেই মিলবে সমাধান! বাজেটে বড় ঘোষণা নির্মলার

বারবার KYC জমার ঝক্কি থেকে মুক্তি, অনলাইনেই মিলবে সমাধান! বাজেটে বড় ঘোষণা নির্মলার

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ব্যাঙ্ক হোক বা রেশনের দোকান, সব ক্ষেত্রেই আজকাল কেওয়াইসি বাধ্যতমূলক। নিয়ম মেনে কেওয়াইসি না করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গ্যাসের সংযোগ বা রেশন কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে। যা আমজনতার জন্য ঝক্কির এবং বিরক্তিকর। সেই ঝামেলা থেকে আমজনতাকে স্বস্তি দিতে বাজেটে বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ।

২০২৫ সালের বাজেটে নয়া কেওয়াইসি পদ্ধতি চালুর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তাঁর কথায়, কেওয়াইসি প্রক্রিয়াকে আরও সহজ করে সংস্কার করে তোলা হয়েছে। চালু করা হবে সেন্ট্রাল কেওয়াইসি (সিকেওয়াইসি)। সেটা দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে গ্যাসের কানেকশনের মতো কাজ হয়ে যাবে। বারে বারে গিয়ে কেওয়াইসি করতে লাগবে না। আসলে কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। একবার সেন্ট্রাল কেওয়াইসিতে রেজিস্ট্রার করালেই ঝক্কি শেষ।

উল্লেখ্য, বাজেট বক্তৃতাতে নির্মলা জানিয়েছেন, আগামী সপ্তাহেই নতুন আয়কর আইন আনবে কেন্দ্র। আইনেও ন্যায়সংহিতার মতো ‘ন্যায়ে’র দিকে নজর দেওয়া হবে। আরও সরলীকরণ হবে করকাঠামোর। সহজ ভাষায় লেখা হবে নতুন আয়কর আইন। যাতে করদাতা এবং করগ্রহীতা দুপক্ষেরই সুবিধা হয়। একই সঙ্গে তিনি জানান, KYC পদ্ধতি সরলীকরণ করা হবে।

মনে করা হচ্ছে, নতুন আয়কর আইন আসার পরই কেন্দ্রীয় স্তরে সিকেওইয়াইসি ব্যবস্থা শুরু হয়ে যাবে। সেটার জন্য কেন্দ্রীয় স্তরে পোর্টাল তৈরির কাজও শুরু হয়েছে। সম্ভবত অনলাইনেই সিকেওইয়াইসি-তে নাম নথিভুক্ত করা যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *