বারবার বৃষ্টির থাবা, ওভাল টেস্টে পরপর উইকেট খুইয়ে চাপে ভারত

বারবার বৃষ্টির থাবা, ওভাল টেস্টে পরপর উইকেট খুইয়ে চাপে ভারত

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্বাভাস ছিলই। হাওয়া অফিসের অনুমান সত্যি করে বারবার বৃষ্টি এল ওভালে। ফলে একাধিকবার থামাতে হল প্রথম দিনের খেলা। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে মেঘলা আবহাওয়ায় বেশ বিপাকে পড়েছে ভারত। তিন উইকেট খুইয়ে চাপ বাড়ছে মেন ইন ব্লুর উপরে। তবে বৃষ্টির থাবা সামলে কতখানি খেলা হবে পঞ্চম টেস্টে, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজের অন্তিম টেস্ট। ম‌্যাচটা টিম ইন্ডিয়ার কাছে মরণবাঁচনের। জিততেই হবে। ড্র হলে চলবে না। শুভমান গিলরা জিততে না পারলে বিলেতের মাঠ থেকে সিরিজ হেরে ফিরতে হবে। মরণবাঁচন ম্যাচে চারটি বদল করেন শুভমান। ঋষভ পন্থের পরিবর্তে ধ্রুব জুরেল, শার্দূল ঠাকুরের পরিবর্তে করুণ নায়ার, জশপ্রীত বুমরাহর পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণ এবং অংশুল কম্বোজের পরিবর্তে আকাশ দীপকে খেলাচ্ছে ভারত।

টস জিতে এদিন বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অলি পোপ। চতুর্থ ওভারেই আউট হয়ে যান ওপেনার যশস্বী জয়সওয়াল। ১৬ তম ওভারে মাত্র ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন কেএল রাহুলও। তারপরেই বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ হয়ে যায়। প্রায় দু’ঘণ্টা পরে ফের মাঠে নামেন ক্রিকেটাররা। ধীরে ধীরে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন অধিনায়ক গিল এবং সাই সুদর্শন। কিন্তু বিপজ্জনকভাবে রান নিতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন গিল। ২১ রানে আউট হন তিনি।

শুভমান আউট হওয়ার পর ফের ঝেঁপে বৃষ্টি আসে ওভালে। আবারও খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। প্রথম দিনের জন্য বরাদ্দ সময়ের অধিকাংশটা কেটে গেলেও মাত্র ২৯ ওভার খেলা হয়। ফলে প্রশ্ন উঠছে, পুরো সময়টা কি আদৌ খেলা হবে ওভালে? যা পূর্বাভাস, পাঁচ দিন ধরে বৃষ্টির প্রভাব ম্যাচের উপর পড়বে বলেই মনে করা হচ্ছে। অ্যাকুওয়েদার বলছে, প্রথম দিন সকালের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এমনকী এর জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা ৭৭ শতাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *