বামে বয়সবিধি বাম! কেন্দ্রীয় কমিটি থেকে অবসরের পথে তিন সিপিএম নেতা

বামে বয়সবিধি বাম! কেন্দ্রীয় কমিটি থেকে অবসরের পথে তিন সিপিএম নেতা

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বামে বাম বয়সবিধি! রাজনৈতিক কেরিয়ারে রক্তক্ষরণ অব্যাহতর মাঝে এবার বঙ্গ সিপিএমে মহাপ্রস্থানের পথে তিন কমরেড। সূত্রের খবর, বয়সের কারণে কেন্দ্রীয় কমিটি থেকে অবসর নিতে চলেছেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, রেখা গোস্বামী। আরও দুই নেতানেত্রী বাদ পড়তে পারেন বলেও আলোচনা চলছে। তবে এঁদের তিনজনের জায়গায় নতুন কারা আসবেন, তা নিয়ে দলে ইতিমধ্যে মতান্তর শুরু হয়েছে।

সূর্যকান্ত মিশ্র এবং রবীন দেব বঙ্গ সিপিএমের অন্যতম দুই কাণ্ডারি। বাম আমলে একাধিকবার স্বাস্থ্যদপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। বামেরা ২০১১ সালে রাজ্যের শাসনক্ষমতা হারানোর পর সূর্যকান্ত মিশ্র ছিলেন বিরোধী দলনেতা। আর রবীন দেব সিঙ্গুরের মতো এলাকায় সংগঠনকে পোক্ত করেছিলেন। পরবর্তীতে দীর্ঘদিন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে তাঁর পরামর্শক্রমে দলের একাধিক সিদ্ধান্ত হয়েছে। দুজনেই সিপিএমের সর্বোচ্চ সংগঠন পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে এবার বয়সের কারণেই সূর্যকান্ত মিশ্র ও রবীন দেব বাদ পড়ছেন কেন্দ্রীয় কমিটি থেকে। এছাড়া আরও দু’জনের নাম উঠে আসছে। বাদ পড়তে পারেন বর্ধমানের লড়াকু নেত্রী অঞ্জু কর এবং বাঁকুড়ার সংগঠক অমিয় পাত্র।

কিন্তু রবীন দেব, সূর্যকান্ত মিশ্র এবং রেখা গোস্বামীর বদলে কাদের নেওয়া হবে কেন্দ্রীয় কমিটিতে? তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দলে। তৈরি হচ্ছে মতান্তরও। মহিলা প্রতিনিধি হিসেবে রেখার বদলে আসানসোলের জনপ্রিয় নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম প্রস্তাব করছেন একাংশ। সেক্ষেত্রে পাশাপাশি আরেক তরুণ নেতা সৃজন ভট্টাচার্যকেও তুলে আনার পক্ষে সওয়াল করছেন কেউ কেউ। আর সূর্যকান্ত বা রবীন দেবের বদলে কলকাতা ও উত্তর ২৪ পরগনার একাধিক নেতার নাম উঠে আসছে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে। সেক্ষেত্রে কলকাতার জেলা সম্পাদক কল্লোল মজুমদার, উত্তর ২৪ পরগনার পলাশ দাসের নাম প্রস্তাব করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অনেকটা সময়ের ব্যাপার। আগামী এপ্রিলে তামিলনাড়ুতে পার্টি কংগ্রেসে তা ঠিক হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *