সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানিকে এবার সরাসরি ‘পাগল’ বলে কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, বামপন্থী পাগল (মামদানি) নিউ ইয়র্ককে ধ্বংস করে দেবে। উল্লেখ্য, নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী হিসাবে ডেমোক্র্যাট পার্টি থেকে নির্বাচিত হয়েছেন জোহরান। তারপর থেকেই মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে একাধিক মার্কিন রাজনীতিবিদের চক্ষুশূল হয়ে উঠেছেন তিনি।
মঙ্গলবার হুমকি দিয়ে ট্রাম্প বলেন, নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে যদি জোহরান ‘ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের’ (আইসিই) কাজ বন্ধ করেন তাহলে গ্রেপ্তার হবেন। সেই মন্তব্যের পালটা দিয়ে ডেমোক্র্যাট পদপ্রার্থী বলেছিলেন, “আমি ভয় পাওয়ার পাত্র নই।” তারপরেই সোশাল মিডিয়ায় ফের আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “এই বামপন্থী পাগলটা নিউ ইয়র্ক সিটিকে ধ্বংস করে দেবে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আমি সেটা হতে দেব না। সঙ্গে মনে করিয়ে দিই, আমার হাতেই সব রয়েছে। তাই আমি নিউ ইয়র্ক সিটিকে রক্ষা করব।”
প্রসঙ্গত, বছর তেত্রিশের জোহরানের জন্ম উগান্ডায়। তবে তাঁর বাবা মাহমুদ মামদানি গুজরাটের বাসিন্দা। অন্যদিকে জোহরানের মা হলেন স্বনামধন্য পরিচালক মীরা নায়ার। জন্মের কিছু বছর পর জেহরান নিউ ইয়র্কে চলে আসেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা। এই কুইন্স শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশির বাস। সেখানে থাকতে থাকতেই বাংলা ভাষা রপ্ত করেছেন জেহরান। নির্বাচনী প্রচারে তাঁকে বাংলা ভাষাতেও কথা বলতে দেখা গিয়েছে।
তবে এই প্রথমবার নয়, আগেও মামদানিকে কটাক্ষ করেছেন ট্রাম্প। মেয়র পদপ্রার্থী হিসাবে তিনি নির্বাচিত হতেই মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘মামদানি ১০০ শতাংশ একটা পাগল কমিউনিস্ট। নিউইয়র্কে মেয়র পদে প্রার্থী মনোনীত হয়েছেন। দেশে আগেও উগ্র বামপন্থীরা ছিল, কিন্তু এটা একটু বেশি হাস্যকর হয়ে উঠছে। মামদানি আগাগোড়া একটা বোকা লোক। তাঁকে দেখতে ভয়ঙ্কর। কথা বলতে গেলে ওর গলা কাঁপে।’ আবারও মামদানিকে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট।