বাবা ক্রিকেটার, মেয়ে মালকিন! এবার ক্রিকেট লিগে দল কিনলেন শচীনকন্যা সারা

বাবা ক্রিকেটার, মেয়ে মালকিন! এবার ক্রিকেট লিগে দল কিনলেন শচীনকন্যা সারা

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ বা জিইপিএল বিশ্বের বৃহত্তম ই-ক্রিকেট লিগ। আর এই লিগের জন্য এবার দল কিনলেন শচীনকন্যা সারা তেণ্ডুলকর। প্রথম মরশুমে এই লিগ ছিল দারুণ হিট। এবার সামনে দ্বিতীয় মরশুম। দ্বিতীয় মরশুমের প্রতি আগ্রহ প্রথম মরশুমের চেয়ে পাঁচগুণ বেশি।

৩০ কোটিরও বেশি ডাউনলোড হয়েছে রিয়েল ক্রিকেট গেমে খেলা এই লিগ। জানা গিয়েছে, সিজন ১-এ ২০০,০০০ থেকে সিজন ২-এ ৯১০,০০০-এ পৌঁছেছে খেলোয়াড় রেজিস্টারের সংখ্যা। জিওসিনেমা এবং স্পোর্টস১৮-এ ৭ কোটিরও বেশি দর্শক দেখেছেন এই লিগ। ২৪ লক্ষেরও বেশি মিনিট স্ট্রিমিং হয়েছে। এই কারণেই লিগটির জনপ্রিয়তা আকাশচুম্বী। জনপ্রিয় এই লিগের মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন শচীন-তনয়া।

সারা তেণ্ডুলকর বলেন, “ক্রিকেটের সঙ্গে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য সম্পর্ক। এই লিগের সঙ্গে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত। জিইপিএলে মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাওয়া স্বপ্ন পূরণের মতো ব্যাপার। খেলার প্রতি আমার আবেগ রয়েছে। সেই আবেগই আমার ভালোবাসার শহরের সঙ্গে মিশে গিয়েছে। দলকে সবরকমভাবে সাহায্য করতে চাই। এই লিগ আমার প্রিয়। যা অনুপ্রাণিত করেছে। বিনোদনও দিয়েছে।”

মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে সারার এই ভূমিকায় খুশি মুম্বই ভক্তরা। জেটসিনথেসিসের সিইও এবং প্রতিষ্ঠাতা রাজন নাভানি সারাকে স্বাগতও জানিয়েছেন। জিইপিএলে সারা তেণ্ডুলকরের অন্তর্ভুক্তিতে এই লিগের জনপ্রিয়তা আরও বাড়বে বলেই ধারণা অনেকের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *