বানতলা চর্মনগরী এবার রাজ্যের অধীনে! মুখ্যমন্ত্রীর প্রস্তাবে রাজি ট্যানারি অ্যাসোসিয়েশনও

বানতলা চর্মনগরী এবার রাজ্যের অধীনে! মুখ্যমন্ত্রীর প্রস্তাবে রাজি ট্যানারি অ্যাসোসিয়েশনও

রাজ্য/STATE
Spread the love


মলয় কুণ্ডু: বানতলা চর্মনগরী পরিচালনার যাবতীয় দায়িত্ব নিজের অধীনে নিয়ে আসতে চলেছে রাজ‌্য সরকার। এতদিন তা দেখভাল করত ক‌্যালকাটা লেদার কমপ্লেক্স ট‌্যানারি অ‌্যাসোসিয়েশন বা সিএলসিটিএ। এবার থেকে তা আর সংগঠনের হাতে না রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সোমবার এ নিয়ে নবান্নে এক বৈঠকে সংগঠনের কর্তাদের এই  প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় জানিয়ে দেন, চর্মনগরী পরিচালনার দায়িত্ব রাজ‌্য সরকারের আওতায় আসুক। বৈঠকে ছিলেন পুর ও নগোরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান, মুখ‌্যসচিব মনোজ পন্থ-সহ শীর্ষ আধিকারিকরা। মুখ‌্যমন্ত্রীর বক্তব্যের পর প্রস্তাবে রাজি থাকার বিষয়টি জানান সিএলসিটিএ-র কর্মকর্তারা। বৈঠকে সংগঠনের হাত থেকে কীভাবে রাজ‌্য সরকার দায়িত্ব নেবে, তা নিয়েও আলোচনা হয়। সেক্ষেত্রে চর্মনগরীর পরিচালনার দায়িত্ব কেএমডিএ-এর এক্তিয়ারে থাকবে বলেই  নবান্ন সূত্রে খবর।

ঠিক যেভাবে সেক্টর-৫-এর তথ‌্যপ্রযুক্তি হাব রয়েছে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটির অধীনে, তেমনই ২০১৫ সাল থেকেই বানতলা চর্মনগরী সরকারিভাবে নগোরন্নয়ন দপ্তরের অধীনস্থ সেক্টর-৬ ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপের অংশ। যদিও এতদিন চর্মনগরীর বিভিন্ন পরিষেবা পরিচালনার দায়িত্ব রয়েছে সিএলসিটিএ। কিন্তু সম্প্রতি চর্মনগরীর নিকাশি নালা সাফ করতে গিয়ে বিষাক্ত গ‌্যাসে তিন শ্রমিকের মৃত্যুর পর বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়েছে নবান্ন। শ্রমিকদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। কিন্তু ফের যাতে এমন দুর্ঘটনা না ঘটে, তার জন‌্য দ্রুত পদক্ষেপ নিতে চায় প্রশাসন। সেইমতোই  সেক্টর-৬ ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ বা বানতলা চর্মনগরীর পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে নিয়ে আসার বিষয়ে প্রস্তাব চূড়ান্ত করা হয়। 

এদিন সেই বৈঠকে বিষয়টি সিএলসিটিএ-র কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়। তাঁরা এই প্রস্তাবে রাজি রয়েছেন বলে বৈঠকে জানান। সংগঠনের যুগ্ম সম্পাদক জিয়া নাফিস বৈঠকের পর বলেন, “রাজ‌্য সরকার এই প্রস্তাব দিয়েছে। আমরা এই ব‌্যবস্থায় রাজি রয়েছি। বিষয়টি নিয়ে সংগঠনের সদস‌্যদের সঙ্গে বৈঠক হবে। তারপরই রাজ‌্য সরকারকে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।” আগামী ১৮ মার্চের মধ্যে চূড়ান্ত মতামত সিএলসিটিএ জানাবে বলে প্রশাসনিক সূত্রে খবর। রাজ‌্য সরকারের আওতায় এলে পরিষেবার বিষয়টি নিয়ে এদিন আলাদা করে বৈঠক করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে চর্মনগরীর জল, নিকাশি, আলো-সহ বিভিন্ন পরিষেবা কেএমডিএ দেবে বলে সিদ্ধান্ত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *