নন্দিতা রায়, নয়াদিল্লি: ২০১৫ সালের ১ জুলাই ডিজিটাল ভারতের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনেকাংশেই সফল সেই উদ্যোগ। প্রশাসনিক প্রক্রিয়া থেকে অর্থনৈতিক বিনিময়, সব ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি গতি এনেছে। এবার সংসদেও ডিজিটাল ছোঁয়া। এমনকী অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে সংসদ ভবনের কার্যক্রমকে সহজ করতে এবং গতি আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এর সুবিধা পাবেন জনপ্রতিনিধি থেকে জনসাধারণ সকলেই। এই বিষয়ে লোকসভার স্পিকারের নেতৃত্বে সচিবালয় একাধিক উদ্যোগ নিয়েছে।
এবার থেকে সংসদে সাংসদদের উপস্থিতি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত হবে। সোমবার এক বৈঠকে ঠিক হয়েছে, আসন্ন বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই এই পদ্ধতি আনুষ্ঠানিকভাবে চালু হবে। কেবল সাংসদদের উপস্থিতি নয়, সংসদ ভবনের অন্যান্য কাজেও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগানো হবে। প্রত্যেক সাংসদের বসার জায়গায় থাকবে মাল্টিমিডিয়া কনফারেন্সিং ডিভাইস (এমএমডি) নামের একটি যন্ত্র। প্রয়োজন মতো যেটিকে ব্যবহার করতে পারবেন সংসদ সদস্যরা। এই এমএমডি-র মাধ্যমেই নিজেদের উপস্থিতি জানাবেন সাংসদরা।
ডিজিটাল সংসদ পোর্টালে এআই প্রযুক্তির মাধ্যমে লোকসভার বিভিন্ন এজেন্ডাকে একাধিক ভাষায় পাঠের সুযোগ মিলবে। গুরুত্বপূর্ণ এই পদক্ষেপের ফলে আরও বেশি করে সাধারণ নাগরিকেরা সংপৃক্ত হবেন। লোকসভা সচিবালয় বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ১২টি ভাষায় দৈনিক সংসদীয় কার্যকলাপ এবং এজেন্ডা পত্র প্রকাশ করছে। এই বারোটি ভাষা হল অসমিয়া, বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল এবং তেলেগু। ডিজিটাল সংসদ পোর্টালে প্রবেশ করল গ্রাহক এগুলি ‘অ্যাকসেস’ করতে পারবেন। উল্লেখ্য, বাদল অধিবেশনের আগেভাগে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। ওই বৈঠকে অংশ নেবে না তৃণমূল। যেহেতু একই দিনে ভিন্ন কর্মসূচি রয়েছে দলটির।