বাণিজ্যচুক্তি নিয়ে ফের আলোচনা করতে আগস্টে ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা, কাটবে জট?

বাণিজ্যচুক্তি নিয়ে ফের আলোচনা করতে আগস্টে ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা, কাটবে জট?

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাণিজ্যচুক্তি নিয়ে আবার আলোচনা করতে আগামী ২৫ আগস্ট ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা। সূত্রের খবর, তারপরই নাকি দু’দেশের মধ্যে অন্তবর্তী বাণিজ্যচুক্তি হতে পারে। তাহলে অবশেষে কি কাটতে চলেছে জট? এই প্রশ্নটিই এখন উঠতে শুরু করেছে।

গত কয়েকদিন ধরেই শোনা গিয়েছে, বাণিজ্যচুক্তি হবে ভারত-আমেরিকার। সম্প্রতি ওয়াশিংটন সফরেও গিয়েছিলেন দিল্লির দূতেরা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বলেছিলেন, “ভারতের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে, মানে প্রায় চূড়ান্ত।” কিন্তু শুল্কছাড়ের মেয়াদ পেরিয়ে গেলেও ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হয়নি। ফলে সংশয় বাড়ছে, শেষ পর্যন্ত একমত হয়ে দুপক্ষ চুক্তি করতে পারবে তো? শোনা গিয়েছে চুক্তির বেশ কয়েকটি বিষয় নিয়ে উভয় পক্ষেরই আপত্তি রয়েছে এবং তারা নিজেদের অবস্থান থেকে সরতে অনড়। যদিও আলোচনার মাধ্যমে সেগুলি দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছে দুই দেশই।

ইতিমধ্যেই ২২টি দেশের উপর শুল্ক চাপানোর ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প। তবে শুল্কছাড়ের মেয়াদ ফুরনোর বিষয়টিকে খুব বেশি জটিল করে দেখতে চাইছে না ভারত। কয়েকদিন আগে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, “ভারতের স্বার্থই সবচেয়ে জরুরি, কোনও ডেডলাইন নয়। একেবারে উইন-উইন চুক্তি হতে হবে। এবং ভারতের স্বার্থ সুরক্ষিত থাকাই একমাত্র শর্ত।” তাই তাড়াহুড়ো করে কোনও চুক্তির পথে হাঁটতে চায় না নয়াদিল্লি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *