সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের লোকালয়ে বন্যপ্রাণের হামলা। এবার তামিলনাড়ুতে চিতাবাঘের হামলায় মৃত্যু হল ৪ বছরের এক শিশুকন্যার। কোয়েম্বাটুর জেলার চা বাগান লাগোয়া একটি গ্রামের বাড়ির সামনে খেলছিল শিশুটি। তখনই তার উপর চিতাবাঘ হামলা চালায় বলে জানা গিয়েছে। শিশুটিকে গভীর জঙ্গল টেনে নিয়ে যায় প্রাণীটি। একদিন পর জঙ্গল থেকে শিশুকন্যার ক্ষতবিক্ষত নিথর দেহ উদ্ধার হয়েছে।
ঘটনাটি গত শুক্রবারের। ভালপারাই এলাকায় পাচামালাই চা বাগানের কাছে কুলি লাইনে বাড়ি ঝাড়খণ্ড থেকে আসা পরিযায়ী শ্রমিক দম্পতি মনোজ কুণ্ডু এবং মনিকা দেবীর। বাঘের হামলায় মৃত্যু হয়েছে তাঁদের ৪ বছরের মেয়ে রোশনী কুমারীর। সকালে বাড়ির সামনেই খেলছিল রোশনী। তখনই অভিভাবকদের চোখের আড়ালে তার উপর হামলা চালায় চা বাগানে লুকিয়ে থাকা চিতাবাঘটি। টানতে টানতে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে গভীর জঙ্গলে টেনে নিয়ে যায় শিশুটিকে।
নিখোঁজ রোশনীর খোঁজে তল্লাশি অভিযানে নামে বনদপ্তর। শেষ পর্যন্ত শনিবার গভীর জঙ্গলে থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। বনদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিশুটির দেহ খুঁজে বের করে। রোশনীর খণ্ড-বিখণ্ড দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন