বাজেটের পেশের আগেই সুখবর, কমল বাণিজ্যিক গ্যাসের দাম

বাজেটের পেশের আগেই সুখবর, কমল বাণিজ্যিক গ্যাসের দাম

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক ঘণ্টা পরেই কেন্দ্রীয় বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। তার আগেই সুখবর। একলাফে ৭ টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম। শনিবার সকালে জানা গিয়েছে, সিলিন্ডারপিছু ৭ টাকা করে কমেছে গ্যাসের দাম। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে একলাফে ৬২ টাকা বেড়েছিল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। তবে নতুন বছরের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল। 

হোটেল, রেস্তরাঁ থেকে শুরু করে নানা ব্যবসায় ব্যবহৃত হয় এই সিলিন্ডার। তবে গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত লাগাতার বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। উৎসবের মরশুমে তা চিন্তা বাড়িয়েছিল ব্যবসায়ীদের। খাবারের দাম বাড়ায় ভোগান্তি হয়েছিল আমজনতারও। তবে নতুন বছরের শুরু থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। জানুয়ারি মাসে ১৪.৫০ টাকা কমেছিল প্রত্যেক সিলিন্ডারের দাম। এবার ফেব্রুয়ারি মাসে সিলিন্ডারের দাম আরও ৭ টাকা কমল। 

বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। তবে দেশের একেকটি রাজ্যে একেক রকম দাম হয় প্রত্যেক সিলিন্ডারের। শনিবার থেকে দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৭৯৭ টাকা। কলকাতায় সেটা ১৯০৪ টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থদের সুরাহা হল না। কারণ ডোমেস্টিক এলপিজি অর্থাৎ রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।  ২০২৩ সালের আগস্ট মাসে শেষবার ঘরোয়া গ্যাসের দাম কমানো হয়েছিল ১০০ টাকা। তারপর থেকে আর কোনও বদল আনা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *