বাজেটের পর মধ্যবিত্তের হাতে আরও টাকা সাশ্রয় করার সুযোগ, মাপজোক করে এগোনোই মূলমন্ত্র

বাজেটের পর মধ্যবিত্তের হাতে আরও টাকা সাশ্রয় করার সুযোগ, মাপজোক করে এগোনোই মূলমন্ত্র

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


মধ্যবিত্তের হাতে আরও টাকা সাশ্রয় করার সুযোগ, লগ্নির সদ্ব্যবহার। এই তিন প্রধান বিষয় নিয়েই এবারের সঞ্চয়, বাজেট স্পেশাল 

ক। ট্যাক্স রিলিফ: ১২ লক্ষ টাকা পর্যন্ত (নতুন ট্যাক্স রেজিমের জন্য)
খ। ট্যাক্সের স্ল্যাব এবং রেট, দুইয়েরই বিন্যাস বদল।
গ। বিনিয়োগের সম্ভাবনা বাড়া, সঙ্গে কনসাম্পশনের উপর জোর দেওয়া। 

লগ্নিকারীদের কী করণীয়
১। এককালীন বিনিয়োগ, তবে মেপেজুপে।  এক সঙ্গে সব সারপ্লাস ঢেলে দেওয়া উচিত হবে না। 
২। ধারাবাহিক পদ্ধতিতে লগ্নি, সিপের মাধ্যমে এগিয়ে যান।
৩। সাময়িকভাবে বাজার আরও পড়তে পারে। তবে অস্থিরতা জারি থাকলেও সিপ (বা নিয়মিত ইনভেন্টমেন্টের অভ্যাস) বন্ধ করা উচিত নয়। 
৪। পোর্টফোলিও রিব্যালেন্সিং করার সুযোগ থাকলে অবহেলা না করে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষত পেশাদার পরামর্শদাতার সাহায্য নিয়ে। 
৫। সত্যি যদি হাতে পোষ্ট-ট্যাক্স ইনকাম বেশি পান, তা ব্যবহার করুন ওয়েলথ ক্রিয়েশনের জন্য। অথবা বড় মাপের লোন শোধ করার কাজে তা লাগানো উচিত। 
৬। মুদ্রাস্ফীতি থাকবেই। বাজেটের পরে তাতে কোনও পরিবর্তন নাও থাকতে পারে কারণ দাম বাড়ার কারণগুলো বেশ জোরদার। 

তাই ইনফ্লেশনের হিসাব সমেত নিজের ফিনান্সিয়াল প্ল্যান করতে হবে না হলে লগ্নির উদ্দেশ্য পুরোপুরি সফল হবে না। 

ডাইভারসিফাই করুন- পোর্টফোলিওতে থাকুক গোল্ড এবং অন্য  কমোডিটি। মধ্য ও দীর্ঘ মেয়াদি বিনিয়োগের উপর জোর দিন, তাতে রিস্কের সামগ্রিক মাত্রার সঙ্গে যুঝে উঠতে পারবেন। ইক্যুইটি এবং ডেটের মিশেল ঠিক করে নিন। মনে রাখুন, এই বাজেটে ক্যাপিটাল গেনসের উপর ধার্য করা আয়করের হারে কোনও পরিবর্তন নেই। 

ট্যাক্স ডিডাকশন: প্রবীণ নাগরিকদের জন্য  টিডিএসের লিমিট ১,০০,০০০ টাকা করা হল। ছিল তার অর্ধেক। 

রেন্টের ক্ষেত্রে TDS: যা বার্ষিক লিমিট হিসাবে ছিল ২,৪০,০০ টাকা তা এখন হল ৬,০০,০০০ টাকা। 

ন্যাশনাল সেভিংস প্রকল্পে সুবিধা: NSS থেকে উইথড্রল এখন এক্সেম্পট।

এক নজরে বাজেটের লক্ষ‌্যণীয় পয়েন্টসমূহ :

ক। বছরে ১২ লক্ষ টাকা উপার্জন পর্যন্ত আয়কর ছাড়।
খ। নয়া হারে স্বস্তি পাবেন মধ‌্যবিত্তরা, কমবে করের বোঝা, বাড়বে লগ্নি, সঞ্চয়ও।
গ। করদাতাদের সুবিধার্থে পরিবর্তিত করহারের চার্ট রইল।

NSS–এর উপর নজর

কিছুটা হলেও NSS-এর দিকে নজর ঘোরাতে সক্ষম হয়েছেন অর্থমন্ত্রী। সংক্ষেপে এই প্রকল্প নিয়ে আমাদের আলোচনা ।

পোস্টাল সেভিংস স্কিমগুলোর মধ্যে তুলানয় জনপ্রিয় যেগুলো-
১। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম
২। কিষাণ বিকাশ পত্র
৩। সুকন্যা সমৃদ্ধি
৪। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট

বিভিন্ন প্রকল্পে সুদের হার এবং অন্যান্য শর্তাবলী আলাদা ভাবে জেনে নেওয়া উচিত। সংক্ষেপে এই চার্টে জরুরি তথ্য দেওয়া হল :

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *