বাগদানের পর মাঠে নেমেই পাঁচতারা পারফরম্যান্স, ভিডিও শেয়ার করে কী বললেন অর্জুন?

বাগদানের পর মাঠে নেমেই পাঁচতারা পারফরম্যান্স, ভিডিও শেয়ার করে কী বললেন অর্জুন?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগদানের পর মাঠে নেমেই পাঁচতারা পারফরম্যান্স অর্জুন তেণ্ডুলকরের। কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত একটি টুর্নামেন্টে খেলতে নেমে পাঁচ উইকেট তুলে নিলেন শচীনপুত্র। বিধ্বংসী পারফরম্যান্সের ভিডিও নিজেই শেয়ার করেছেন অর্জুন। জানিয়েছেন, সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেমে এমন সাফল্যে তিনি উচ্ছ্বসিত।

কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে গোয়ার হয়ে খেলতে নেমেছিলেন অর্জুন। শক্তিশালী মহারাষ্ট্রের বিরুদ্ধে নিজের প্রথম বলেই ওপেনার অনিরুদ্ধ সাবলেকে আউট করে দেন তিনি। খানিক পরে আরেক ওপেনার মহেশ মাসকেও অর্জুনের ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তারপর একে একে দিগ্বিজয় পাটিল, মেহুল প্যাটেল এবং নাদিম শাইককে আউট করেন বাঁহাতি পেসার।

কেবল বোলিং নয়, ওই ম্যাচে ব্যাট হাতেও অর্জুন বেশ ভালো পারফর্ম করেন। নয় নম্বরে নেমে ৪৪ বলে ৩৬ রান আসে তাঁর ব্যাট থেকে। প্রথমে ব্যাট করতে নেমে ৩৩৩ রান তোলে গোয়া। অর্জুনের পাঁচতারা পারফরম্যান্সের ধাক্কায় মহারাষ্ট্র মাত্র ১৩৬তে গুটিয়ে যায়। সবমিলিয়ে নিজের পারফরম্যান্সে বেশ খুশি শচীনপুত্র। নিজের বোলিংয়ের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, ‘সাতমাস পরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলাম। প্রথম ম্যাচেই এমন পারফরম্যান্স। মরশুমের প্রথম ম্যাচেই ৫ উইকেট পেয়ে দারুণ লাগছে।’

উল্লেখ্য, মাসখানেক আগে আচমকাই বাগদান সারেন অর্জুন। ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান করেছেন শচীনপুত্র। পাত্রী সানিয়া চন্দোক আসলে মুম্বইয়ের বিখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায় ঘাই পরিবারের নাম মুম্বইয়ে অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিম ক্রিমারির মালিক এই ঘাই পরিবার। বাঁহাতি ফাস্ট বোলার হিসাবে ক্রিকেট কেরিয়ার শুরু করেন অর্জুন। ২০২০ মরশুমে মুম্বইয়ের হয়ে তাঁর ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *