বাইকে ধাক্কা মেরে কুয়োয় পড়ল গাড়ি, মর্মান্তিক দুর্ঘটনায় মধ্যপ্রদেশে মৃত ১০

বাইকে ধাক্কা মেরে কুয়োয় পড়ল গাড়ি, মর্মান্তিক দুর্ঘটনায় মধ্যপ্রদেশে মৃত ১০

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইকে ধাক্কা মেরে ১৩ যাত্রী-সহ কুয়োর মধ্যে পড়ল গাড়ি। ভয়াবহ এই পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশে মৃত্যু হল ১০ জনের। রবিবার বিকেলে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার কাছারিয়া গ্রামে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের পাশাপাশি উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অত্যন্ত দ্রুত গতিতে আসছিল ওই গাড়িটি। পথে মোড় ঘোরার সময় উলটোদিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়ির। এরপর পালটি খেয়ে কুয়োর মধ্যে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। অন্যদিকে গাড়িতে থাকা দুই শিশু-সহ ১৩ জনের মধ্যে বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। চারজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। কুয়োর মধ্যে থাকা বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

দুর্ঘটনা প্রসঙ্গে মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবদা বলেন, “অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ির চালক ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি-সহ কুয়োর মধ্যে পড়ে গিয়েছেন। আপাতত উদ্ধার কাজ চলছে।” স্থানীয়দের তরফে জানানো হয়েছে, কুয়োয় পড়ার পর কোনওভাবে গাড়ি থেকে বেরিয়ে আসেন চারজন তাঁকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর আহতদের উদ্ধার করতে ওই কুয়োয় নেমেছিলেন এলাকার এক যুবক। কুয়োতে বিষাক্ত গ্যাস থাকার জেরে তাঁরও মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। জেসিবির সাহায্যে গাড়িটিকে কুয়ো থেকে তোলার চেষ্টা করছে প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবদা, মন্দসৌরের ডিআইজি মনোজ কুমার সিং-সহ অন্যান্য আধিকারিকরা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *