বাংলার প্রতি ভালোবাসা! দেবী দুর্গার নামেই মেয়ের নাম রেখেছেন ইস্টবেঙ্গল কোচ ব্রুজো

বাংলার প্রতি ভালোবাসা! দেবী দুর্গার নামেই মেয়ের নাম রেখেছেন ইস্টবেঙ্গল কোচ ব্রুজো

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পেনের একটি শহরের নাম ভিগো। কলকাতা থেকে প্রায় ন’হাজার কিলোমিটার দূরে আইবেরিয়ান উপদ্বীপের উত্তর-পশ্চিমে অবস্থিত এই শহর। সেখানেই জন্মেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। সেখানে কি দুর্গাপুজো হয়? এই উত্তর অজানা। তবে, ব্রুজোর সঙ্গে পারিবারিক যোগসূত্র রয়েছে দুর্গাপুজোর। কীভাবে?

বাংলাজুড়ে এখন দুর্গাপুজো নিয়ে সাজসাজ রব। কলকাতায় তো প্যান্ডেল হপিংও শুরু হয়ে গিয়েছে। শারদীয় আমেজে মেতে উঠেছে কল্লোলিনী। এই আবহে কলকাতার এক পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন লাল-হলুদ কোচ। সেখানে তিনি প্রকাশ্যে এনেছেন তাঁর মেয়ের নাম, যা দেবী দুর্গার নামেই।

ব্রুজো জানিয়েছেন, তাঁর কন্যার নাম উমা। যা আসলে মা দুর্গারই আর-এক নাম। তিনি বলেন, “আমার মেয়ের নাম উমা রাখা হয়েছে মা দুর্গার নামে। তাই শারদোৎসব আমার হৃদয়ের বিশেষ এক স্থান অধিকার করে রয়েছে। ইস্টবেঙ্গল পরিবারের তরফ থেকে সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই।”

৮ নভেম্বর দু’বছরে পড়বে উমা। অস্কার যখন বাংলাদেশের ক্লাব বসুন্ধরার কোচ, তখন জন্ম হয়েছিল তার। উল্লেখ্য, বৃহস্পতিবার চুটিয়ে অনুশীলন করেছে ইস্টবেঙ্গল। তবে, শারদীয় আমেজে ২-৩ দিন ছুটি পাবেন লাল-হলুদ ফুটবলাররা। পুজোর আবহে ব্রুজো জানিয়েছেন, আগেও দুর্গা প্রতিমা দর্শ‌ন করেছেন তিনি। স্ত্রী ইরার সঙ্গে ভারতেই আলাপ হয়েছিল ইস্টবেঙ্গল কোচের। সেই সময় তিনি ছিলেন স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার কোচ। মেয়ের জন্মের পর তাঁরা ঠিক করেছিলেন, মেয়ের জন্য ভারতীয় নাম বেছে নেবেন তাঁরা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *