রাজ কুমার, আলিপুরদুয়ার: এসআইআর নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতর। বিহারের পর বাংলায় নির্বাচন কমিশন এসআইআর কবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই অনেকেই আতঙ্কিত। তার মাঝেই আতঙ্ক বাড়িয়ে আলিপুরদুয়ারের মাদারিহাটে উদ্ধার ৩৫টি ভোটার কার্ড। যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। কাঁদের কার্ড, ফেলে যাওয়া হল কেন? ভোটার কার্ডগুলি কি ভুয়ো? উঠছে একাধিক প্রশ্ন।
রবিবার সকালে মাদারিহাট রবীন্দ্রনগর এলাকার একটি সেতু নিচে কার্ডগুলি পড়ে থাকতে দেখেন এক স্থানীয় বাসিন্দা। জানা গিয়েছে, ৩৫টি কার্ডের মধ্যে ৩১টি মাদারিহাট এলাকার। ২টি বীরপাড়া। ধূপগুড়ি ও নাগরাকাটার একটি করে কার্ড রয়েছে। কিছু কার্ডে ফালাকাটা ব্লকের ঠিকানাও রয়েছে বলে দাবি স্থানীয়দের। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় বাড়তে শুরু হয়। খবর যায় থানায়। সেইগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। কার্ডগুলি ভুয়ো নাকি ঠিক তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপির দাবি, এই কার্ডগুলি ভুয়ো। কোনও নির্বাচনে ব্যবহার করা হয়েছিল। বিপদ বুঝতে পেরে ফেলে দেওয়া হয়েছে।
বিজেপি নেতা মিঠুন ওরাও বলেন, “সব কার্ডগুলি ভুয়ো। বিপদ বুঝে ফেলে দেওয়া হয়েছে।” জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তৃণমূলের দীপ নারায়ন সিনহা বলেন, “কার্ড ভুয়ো কিনা আমরা বলব কী করে। প্রশাসন ঘটনার তদন্ত করছে তারপরই বিষয়টি পরিষ্কার হবে। তবে হ্যাঁ, এটা অবাক করার বিষয়।”