সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০টি বিলাসবহুল গাড়ি, ৩টি সুপার বাইক, দেড় কোটির গয়না ও নগদ! ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। বাড়িতে মিলল গুপ্তধনের ভাণ্ডার। শনিবার ওড়িশার ভুবনেশ্বরে শক্তিরঞ্জন দাস নামে অভিযুক্ত ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ অর্থের পাশাপাশি বিপুল সামগ্রী বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
ইডি সূত্রে জানা গিয়েছে, মেসার্স ইন্ডিয়ান টেকনোম্যাক কোম্পানি লিমিটেড (ITCOL) নামে এক সংস্থার ১,৩৯৬ কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল ব্যবসায়ীর দুটি ঠিকানায়। অভিযোগ, ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে এই বিপুল পরিমাণ ঋণ নিয়েছিল ওই ব্যবসায়ী ও সংস্থার অন্যান্য কর্তারা। পরে একাধিক সেল কোম্পানির তৈরি করে সেই ঋণের টাকা ব্যবহার করা হয়। যে কারণ দেখিয়ে সংস্থা ঋণ নিয়েছিল বাস্তবে সে কাজে টাকা ব্যবহার করা হয়নি। এই ঋণ জালিয়াতির তদন্তে নেমে এর আগে ৩১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। ২০২৫ সালের এপ্রিল মাসে সেই বাজেয়াপ্ত অর্থের ২৮৯ কোটি টাকার সম্পত্তি ব্যাঙ্ককে ফেরত দেওয়া হয়।
সেই মামলাতেই শনিবার তল্লাশি চালানো হয় ব্যবসায়ীর বাড়ি ও তাঁর দুটি সংস্থায়। তল্লাশি অভিযানে ৭ কোটি টাকারও বেশি দাবি ১০টি বিলাসবহুল গাড়ি ও ৩টি সুপারবাইক বাজেয়াপ্ত করা হয়েছে। বিলাসবহুল গাড়ির তালিকায় রয়েছে পোর্শে, মার্সিডিজ-বেঞ্জ জিএলসি, বিএমডব্লিউ এক্স৭, অডি এ৩, মিনি কুপার এবং একটি হোন্ডা গোল্ড উইং মোটরসাইকেল। এছাড়া ১.১২ কোটির গয়না, নগদ ১৩ লক্ষ টাকা ও বিপুল স্থাবর সম্পত্তির নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।