‘বহু আঞ্চলিক ভাষা ধ্বংস করেছে হিন্দি’, তামিল রক্ষায় ‘যুদ্ধ’ ঘোষণা উদয়নিধির

‘বহু আঞ্চলিক ভাষা ধ্বংস করেছে হিন্দি’, তামিল রক্ষায় ‘যুদ্ধ’ ঘোষণা উদয়নিধির

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে এবার কড়া আক্রমণ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পুত্র উদয়নিধি স্ট্যালিনের। তামিল অস্মিতাকে উস্কে দিয়ে তাঁর দাবি, এখনই সতর্ক না হলে তামিল ভাষাকে ধ্বংস করে দেবে হিন্দি। শুধু তাই নয়, হিন্দি ভাষা দেশের বহু আঞ্চলিক ভাষাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ তুললেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী।

বুধবার সরাসরি হিন্দি ভাষায় বিরুদ্ধে সরব হয়ে উদয়নিধি বলেন, “হিন্দি ভাষা উত্তরের রাজ্যগুলির একাধিক স্থানীয় ভাষাকে ধ্বংস করে দিয়েছে। রাজস্থানি, হরিয়ানভি, ভোজপুরি-সহ আরও একাধিক ভাষাকে শেষ করে সেখানকার স্থানীয় ভাষা হয়ে উঠেছে হিন্দি। যদি তামিলনাড়ুতে এই ভাষা লাগু করা হয় তাহলে তামিল ভাষাকেও ধ্বংসের দিকে নিয়ে যাবে এরা।”

হিন্দির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে উদয়নিধি বলেন, “বিদেশ ও ইসরোর মতো প্রতিষ্ঠানে কাজ করা ৯০ শতাংশ তামিল এমন স্কুল থেকে এসেছে যেখানে হিন্দি পড়ানো হয় না। গত ১০০ বছর ধরে শিক্ষা বঞ্চনা ও হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে। থলমুথু, নটরাজন, কিঝপালুর, চিন্নাস্বামীর মতো ব্যক্তিরা রাজনীতি নয় তামিল ভাষার জন্য নিজের প্রাণ দিয়েছেন। আজও আমাদের মাতৃ ভাষার জন্য প্রাণ দিতে হাজার হাজার মানুষ প্রস্তুত।”

উল্লেখ্য, বিজেপি শাসনে হিন্দি ভাষার দাপাদাপি মাত্রাছাড়া আকার নিয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দি পক্ষে সওয়াল করলে তা বিতর্কও কিছু কম হয়নি। উত্তর ভারত ছাড়িয়ে দক্ষিণ ও পূর্বে হিন্দির বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেখানকার রাজনৈতিক মহল। হিন্দির বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হতে দেখা গিয়েছে দক্ষিণের রাজ্যগুলিকে। অভিযোগ উঠেছে, এই বিজেপি সরকার মানুষের উপর হিন্দি চাপিয়ে ‘এক রাষ্ট্র এক ভাষা’ নীতির পথে হাঁটছে। যাতে হিন্দিকে রাষ্ট্রভাষার তকমা দেওয়া যায়। এরই বিরুদ্ধে এবার ফুঁসে উঠলেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *