বহুদিন সূর্য দেখেননি, হাতে জন্মেছে ছত্রাক, পোশাকেও দুর্গন্ধ! আদালতে বিষ চাইলেন কন্নড় অভিনেতা

বহুদিন সূর্য দেখেননি, হাতে জন্মেছে ছত্রাক, পোশাকেও দুর্গন্ধ! আদালতে বিষ চাইলেন কন্নড় অভিনেতা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কতদিন সূর্য দেখেননি, পোশাকে চরম দুর্গন্ধ। বিচারকের কাছে বিষ চেয়ে ভেঙে পড়লেন কন্নড় অভিনেতা দর্শন থগুদীপা। গত মাসেই রেনুকাস্বামী খুনের মামলায় দর্শন, তাঁর স্ত্রী পবিত্র গৌড়া-সহ পাঁচ অভিযুক্তকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। জেল থাকাকালীন যেন অভিনেতা কোনওরকম বিশেষ সুবিধা না পান তা সুনিশ্চিত করারও নির্দেশ দেন বিচারপতিরা। মঙ্গলবার সিটি সিভিল ও সেশনস কোর্টে ছিল মামলার শুনানি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির সময় আদালতের কাছে দর্শন থগুদীপা অভিযোগ জানিয়েছেন, জেল থেকে বেরোতে দেওয়া হয় না। বহুদিন সূর্যের আলো দেখেননি তিনি। পোশাক থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এমনকী অভিনেতার হাতেও ছত্রাক জন্মেছে। আরও নানা সমস্যার মধ্যে হাজতবাসে রয়েছেন তিনি। এরপরই কন্নড় তারকা বিচারককে অনুরোধ জানান, তাঁকে যেন ‘বিষ’ দেওয়া হয়। আগামী ১৯ অগস্ট মামলার চার্জ গঠন হওয়ার কথা। ততদিন পর্যন্ত মামলা মুলতবি রেখেছে আদালত।

২০২৪ সালের জুন মাসে বেঙ্গালুরুতে রেণুকাস্বামী নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে পুলিশ জানতে পারে, দর্শনের স্ত্রী তথা মডেল ফ্যাশন ডিজাইনার পবিত্রাকে উত্যক্ত করতেন রেণুকা। তাঁকে অশ্লীল মেসেজও করতেন তিনি। হঠাৎই উধাও হয়ে যান রেণুকাস্বামী। পরে উদ্ধার হয় দেহ। ঘটনার তদন্তে পুলিশ দর্শন ও তাঁর স্ত্রী পবিত্রাকে গ্রেপ্তার করে। অভিনেতার ভক্তরা রেণুকাস্বামীকে মারধর করে, তাঁকে খুন করেছে বলে অভিযোগ ওঠে। ২০২৪ সালে কর্ণাটক হাইকোর্ট জামিন মঞ্জুর করেছিল দর্শের, গত মাসেই সেই রায় খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

অভিযুক্তরা যেন কোনও ভাবেই জেলে পাঁচতারা হোটেলের মতো সুবিধা না পায়, রেনুকাস্বামী খুনের মামলায় অভিযুক্ত কন্নড় অভিনেতা দর্শন থগুদীপার জামিনের আবেদন বাতিল করে জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। জাস্টিস জেবি পার্দিওয়ালা ও জাস্টিস আর মহাদেবনের বেঞ্চ কন্নড় অভিনেতা দর্শন থগুদীপা, তাঁর স্ত্রী পবিত্র গৌড়া-সহ পাঁচ অভিযুক্তকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। অভিযুক্তরা যথেষ্ঠ প্রভাবশালী, তাঁরা জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে সেই কারণেই অভিযুক্তদের জেলে রাখার নির্দেশ দেয় আদালত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *