সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার বেঙ্গালুরুতে আবর্জনা ফেলার গাড়ি থেকে এক মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এবার মৃতার লিভ ইন সঙ্গীকে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মহম্মদ সামসুদ্দিন। তাঁর বয়স ৩৩ বছর। তিনি অসমের বাসিন্দা। কিন্ত কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে বেশ কিছু প্রমাণও মিলেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে আরও খবর, সামসুদ্দিন বিবাহিত। তাঁর পরিবার অসমে বাসবাস করেন। কিন্তু বেঙ্গালুরুতে থাকাকালীন তিনি ওই মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। তারপর থেকেই এক সঙ্গে থাকতেন তাঁরা।
পুলিশের দাবি, সম্প্রতি তাঁদের মধ্যে কোনও কারণ নিয়ে বচসা বাঁধে। ক্রমে তা হাতাহাতিতে পরিণত হয়। এরপরই মহিলাকে গলা টিপে খুন করেন সামসুদ্দিন। তারপর দেহটি বস্তাবন্দি করে আবর্জনার গাড়িতে ফেলে দেন অভিযুক্ত। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলেও দাবি করেছে পুলিশ।
প্রসঙ্গত, রবিবার বেঙ্গালুরুতে একটি আবর্জনা ফেলার গাড়ি থেকে ওই মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। জানা যায়, তাঁর হাত-পা বাঁধা অবস্থায় ছিল। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মহিলার লিভ ইন সঙ্গীকে গ্রেপ্তার করল পুলিশ।