বসানো হচ্ছে হোস্ট প্ল্যান্ট, রাজভবনে প্রজাপতি পার্ক তৈরির তোড়জোর

বসানো হচ্ছে হোস্ট প্ল্যান্ট, রাজভবনে প্রজাপতি পার্ক তৈরির তোড়জোর

রাজ্য/STATE
Spread the love


অভিরূপ দাস: রাজভবনে প্রজাপতি পার্ক তৈরি করছে জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। সূত্রের খবর, রাজ‌্যপাল সিভি আনন্দ বোস মাসখানেক আগে রাজভবনে প্রজাপতি পার্ক তৈরি করার ইচ্ছে প্রকাশ করেন। তারপরেই রাজভবনের তরফে যোগাযোগ করা হয়েছে জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে। জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানী তথা প্রজাপতি বিশেষজ্ঞ নভনীত সিং জানিয়েছেন, রাজভবনের তরফে কাগজ পাওয়ার পরেই শুরু হয়েছে কাজ।

কেমন ধরনের প্রজাপতি বাগান তৈরি হচ্ছে রাজভবনে? জানা গিয়েছে, খাঁচায় আটকানো নয়। এখানে তৈরি হচ্ছে উন্মুক্ত উদ‌্যান। যার জন‌্য মূলত মনোফেগাস বাটারফ্লাইয়ের দিকে মনোনিবেশ করেছেন বিজ্ঞানীরা। এই মনোফেগাস বাটারফ্লাইরা বিশেষ কিছু গাছে বসে। এগুলিকে ‘বাটারফ্লাই হোস্ট প্ল্যান্ট’ বলা হয়। বিজ্ঞানী নভনীত সিং জানিয়েছেন, প্রজাপতি আর মথ মিলিয়ে দেশে ১৩ হাজার প্রজাতি রয়েছে। তার মধ্যে প্রজাপতি রয়েছে ১ হাজার ৪০০ ধরনের। বাকিগুলি মথ।

এই ১ হাজার ৪০০ প্রজাতির প্রজাপতির মধ্যে কিছু প্রজাপতি রয়েছে যারা নির্দিষ্ট কিছু গাছের ওপর বসে। সেগুলি হচ্ছে ‘হোস্ট প্লান্ট’। এই প্রজাপতিগুলি ডিম পাড়া থেকে, লার্ভা, পিউপা থেকে পূর্ণবয়স্ক সমস্ত জীবনচক্রটা একটিই বিশেষ গাছের মধ্যে করে। এই ধরনের বাটারফ্লাই হোস্ট প্ল‌্যান্ট লাগানো হচ্ছে রাজভবনে। যাতে প্রজাপতি স্বাভাবিক উপায়ে এসে তৈরি করবে বাটারফ্লাই গার্ডেন। বেঙ্গালুরুর বানেরঘাট্টার বাটারফ্লাই পার্কের মতো তৈরি হবে রাজভবনের নতুন প্রজাপতি উদ‌্যান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *