বলিউডের পর এবার দক্ষিণেও মোদির বায়োপিক, প্রধানমন্ত্রীর ভূমিকায় কে?

বলিউডের পর এবার দক্ষিণেও মোদির বায়োপিক, প্রধানমন্ত্রীর ভূমিকায় কে?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের পর এবার দক্ষিণী বিনোদুনিয়ায় নির্মিত হতে চলেছে মোদির বায়োপিক। ১৭ সেপ্টেম্বর প্রকাশ্যে এল এই খবর। জানা যাচ্ছে মালয়লম অভিনেতা উন্নি মুকুন্দনকে দেখা যাবে মোদির ভূমিকায়। ভারতের অন্যতম প্রধান ভাষাগুলিতে মুক্তি পাবে এই বায়োপিক। এই ছবির নাম হতে চলেছে ‘মা বন্দে’। ছবির পরিচালনা করবেন পরিচালক ক্রান্তি কুমার চন্দ্র।

মোদির ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে যারপরনাই খুশি অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনিএই ছবি নিয়ে বলেন, “আহমেদাবাদে আমার বেড়ে ওঠা। প্রথমে তাঁকে চিনতাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। পরে ২০২৩ সালে আমার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়। আমি তাঁর বায়োপিকে অভিনয় করার সুযোগ পেয়ে খুবই আনন্দিত। তাঁর রাজনৈতিক জীবন আমি পর্দায় তুলে ধরব। এ এক পরম সৌভাগ্য আমার জন্য। তিনি গুজরাটি ভাষায় একটি কথা বলেন ‘ঝুকবানু নেহি’। যার অর্থ হল কখনও মাথা নিচু করো না। সর্বদা শক্তিশালি থাক।” একইসঙ্গে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা।

উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রীর বায়োপিক নির্মাণ হয়েছে বলিউডে। উমঙ্গ কুমার পরিচালিত ‘পিএম নরেন্দ্র মোদি’ (PM Narendra Modi) মুক্তি পেয়েছিল ২০১৯ সালের ২৪ মে। প্রথমে ছবিটি তৈরি করার কথা ছিল পরেশ রাওয়ালের। তারই প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করার কথা ছিল। পরে বিবেক ওবেরয় (Vivek Oberoi) নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *