সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলে প্রবল বর্ষা, বঙ্গে বর্ষামঙ্গল! ভোর থেকে টানা বৃষ্টিতে ভিজল কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলি। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা একেবারে বৃষ্টিস্নাত। কোথাও কোথাও রাত থেকেই শ্রাবণের ধারা। টানা বৃষ্টিতে দক্ষিণ তাপমাত্রা খানিকটা কমলেও স্বস্তি বিশেষ নেই। কারণ, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় ঘর্মাক্ত পরিবেশে অস্বস্তি থাকছেই। চলতি সপ্তাহে এমনই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে, পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
তবে কি পুরোদমে বর্ষার আগমন ঘটল দক্ষিণবঙ্গে? তা এখনও নিশ্চিত করে বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর। ক্যালেন্ডারের পাতায় আষাঢ় এলেও নিম্নচাপের জেরে এই বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে আগামী দু, একদিনের মধ্যেই তা ঢুকবে বলে মনে করছেন আবহবিদরা। বলা হচ্ছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের রেশ ধরেই বর্ষার আগমন ঘটবে। তার আগে অবশ্য নিম্নচাপের বারিধারায় ভিজতে হবে আগামী দিন দুয়েক।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার উপকূলীয় অঞ্চল অর্থাৎ দুই জেলা – দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানেও চলবে বৃষ্টি।