সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাবছর ধরেই চুল পড়ার সমস্যায় জেরবার। সেই সমস্যা আরও কয়েক গুণ বাড়ে যখন বর্ষাকাল আসে। ব্যয়বহুল ট্রিট্মেন্টের দ্বারা সবসময় চুলের স্বাস্থ্যরক্ষা সম্ভব হয় না। তাই বিভিন্ন প্রাকৃতিক জিনিসের উপরই ভরসা রাখেন অনেকে। এই মুহূর্তে ভীষণ ট্রেন্ডিং গ্রিন কফি দিয়ে চুলের যত্ন নেওয়ার মতো বিষয়। কীভাবে এই চুলে গ্রিন কফি ব্যবহার করবেন জেনে নিন।
গ্রিন কফি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তা স্বাভাবিক তাপমাত্রায় এলে তা দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন। মনে রাখবেন গ্রিন কফিতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট চুলের টক্সিন দূর করতে সাহায্য করে। শুধু তাই নয় চুলে ফলিকলে পুষ্টি জোগাতেও সাহায্য করে।
গ্রিন কফি গুঁড়ো করে অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিয়ে তা শ্যাম্পু করার আগে মাথায় ভালো করে ম্যাসাজ করে নিন। গ্রিন কফি মাথার ত্বকে রক্ত সঞ্চালনাতেও সাহায্য করে। শুধু তাই নয় এতে থাকা প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড চুল জট্মুক্ত রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, হেয়ার প্যাক হিসাবেও গ্রিন কফি ব্যবহার করতে পারেন। গ্রিন কফি গুঁড়োর সঙ্গে অ্যায়লোভেরা জেল মিশিয়ে প্যাক বানিয়ে মাথায় আধঘন্টা মেখে তারপর শ্যাম্পু করে নিন। এতে ফল মিলবে হাতেনাতে এমনটাই বছে বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন