বরাত জোরে কাশ্মীর থেকে বেঁচে ফিরেছেন! ব্লগ পোস্ট নিয়ে মাতামাতি করতেই কটাক্ষের মুখে শোয়েব-দীপিকা

বরাত জোরে কাশ্মীর থেকে বেঁচে ফিরেছেন! ব্লগ পোস্ট নিয়ে মাতামাতি করতেই কটাক্ষের মুখে শোয়েব-দীপিকা

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদের কবলে ফের রক্তাক্ত ভূস্বর্গ। মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়ানক জঙ্গি হামলার ঘটনায় দেশবাসী যখন ফুটছে, তখন ঠিক সেই মুহূর্তেই কাশ্মীরে ঘুরতে যাওয়ার ব্লগ পোস্ট করার কথা জানিয়ে কটাক্ষের শিকার জনপ্রিয় টেলিদম্পতি শোয়েব ইব্রাহিম এবং দীপিকা কক্কর ইব্রাহিম।

ঘটনার দিন সকালেই কাশ্মীর থেকে দিল্লিতে ফিরেছেন হিন্দি টেলিদুনিয়ার জনপ্রিয় এই তারকাদম্পতি। তার আগে দিন কয়েক ধরেই ভূস্বর্গ থেকে রোম্যান্টিক সব ছবি-ভিডিও দিয়ে অনুরাগীদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন শোয়েব-দীপিকা। এমনকী পহেলগাঁওয়ের ঠিক যে জায়গায় জঙ্গিহামলা হয়েছে, সেখান থেকেও ছবি পোস্ট করেছিলেন। স্বাভাবিকভাবেই ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছিলেন তাঁদের নিয়ে। এমন ভয়াবহ পরিস্থিতিতে একরত্তি সন্তানকে নিয়ে দম্পতি সুরক্ষিত রয়েছেন তো? প্রশ্ন করেছিলেন অনেকেই। শোয়েব ইব্রাহিম এবং দীপিকা কক্কর ইব্রাহিম জানিয়েছেন, ঠিক মঙ্গলবার, ঘটনার দিনই তাঁরা দিল্লিতে ফিরেছেন। পোস্টে লেখা- জানি, আপনারা সকলেই আমাদের নিয়ে চিন্তিত। আমরা সুরক্ষিত রয়েছি। মঙ্গলবার কাশ্মীর ছেড়ে নিরাপদে দিল্লি চলে এসেছি। সকলকে ধন্যবাদ আমাদের জন্য এতটা উদ্বেগ প্রকাশ করার জন্য।” এরপরই পোস্টের শেষপাতে সংযোজন, ‘কাশ্মীর নিয়ে নতুন ব্লগ আসছে।’ পহেলগাঁও আবহে এমন অসংবেদনশীল মন্তব্যের জেরেই বিপাকে পড়তে হয় টেলি দম্পতিকে।

 
 
 
 
 
View this put up on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dipika (@ms.dipika)

শোয়েব ইব্রাহিমকে কটাক্ষ করে অনেকে লিখেছেন, ‘মুসলিম বলেই বেঁচে ফিরেছেন…।’ আবার কারও কটাক্ষ, আপনারা নিহতদের প্রতি একটা শব্দও খরচ করলেন না! সবমিলিয়ে শোয়েব-দীপিকাকে নিয়ে কটাক্ষের ঝড়। এদিকে বিপাকে পড়তেই এনআইএ-র তরফে প্রকাশ্যে আসা তিন জঙ্গির মুখের অবয়ব শেয়ার করে অভিনেত্রী দীপিকার বার্তা, ‘ওদের খুঁজে বের করে ফাঁসি দেওয়া হোক।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *