বয়কটের হুমকি সত্ত্বেও পাকিস্তানের দাবিতে মাথা নোয়াবে না ICC, বহাল ‘অভিযুক্ত’ ম্যাচ রেফারি!

বয়কটের হুমকি সত্ত্বেও পাকিস্তানের দাবিতে মাথা নোয়াবে না ICC, বহাল ‘অভিযুক্ত’ ম্যাচ রেফারি!

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহিষ্কার করা হোক ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে। তা না হলে এশিয়া কাপের পরের ম্যাচে নামবে না পাকিস্তান। সাফ হুঁশিয়ারি দেওয়া হয়েছে পিসিবির তরফে। কিন্তু এহেন হুমকির সামনে আইসিসি মাথা নত করবে না বলে সূত্রের খবর। জানা গিয়েছে, যেহেতু পাইক্রফটকে আইসিসির তরফেই দায়িত্ব দেওয়া হয়েছে, তাই তাঁর প্রতি আস্থা রাখবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আম্পায়ারকে বরখাস্ত করার ঘটনাও খুবই বিরল। 

পাইক্রফটকে ঘিরে যাবতীয় বিতর্কের সূত্রপাত রবিবারের ভারত-পাক ম্যাচে। রবিবার ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর পিসিবি থেকে বিবৃতি জারি করে বলা হয়, ‘টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন। সূর্যকুমারকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল।’ এই অভিযোগ পাওয়ার পর এসিসি চেয়ারম্যান তথা পাক মন্ত্রী মহসিন নকভি বলেন, “ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করার অভিযোগ এনেছে পিসিবি। অবিলম্বে ম্যাচ রেফারিকে সরানোর দাবি জানিয়েছে তারা।”

তবে এই অভিযোগের ভিত্তিতে নকভির নেতৃত্বাধীন এসিসি ভারতের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি। গোটা ঘটনা নিয়ে আম্পায়ার অ্যান্ডি পাইক্রফটও কিছু বলেননি। এমন ‘নীরবতা’ দেখে ‘খেপে গিয়ে’ পাকিস্তান জানিয়ে দেয়, পাইক্রফটকে না সরালে তারা পরের ম্যাচ বয়কট করবে। বুধবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ রয়েছে। অর্থাৎ সেই ম্যাচে খেলবেন না সলমনরা।

কিন্তু পাক দলের দাবি থাকলেও পাইক্রফটকে সরানোর কথা ভাবছেই না আইসিসি। ২০০৯ সাল থেকে আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলে রয়েছেন পাইক্রফট। একাধিক ম্যাচে নিজের দায়িত্ব পালন করেছেন। তাই পাইক্রফটকে সরানো হবে না, আপাতত এই সিদ্ধান্তেই অনড় আইসিসি। তেমনটা হলে কি বয়কটের সিদ্ধান্ত বহাল রাখবে পাকিস্তানও? যদি সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে না খেলেন শাহিনরা, তাহলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হবে তাঁদের। সবমিলিয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই উত্তেজক হয়ে উঠছে এশিয়া কাপ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *