বন্ধ ৯৯ লক্ষ ভারতীয়র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট! আপনারটি বাঁচাতে এখনই সতর্ক হোন

বন্ধ ৯৯ লক্ষ ভারতীয়র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট! আপনারটি বাঁচাতে এখনই সতর্ক হোন

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধ যেন মাত্রা ছাড়িয়ে গিয়েছে। বিশেষত ডিজিটাল অ্যারেস্টের মতো নতুন আতঙ্ক জুড়ে উদ্বেগ বেড়েই চলেছে। এই পরিস্থিতির মোকাবিলায় বড় পদক্ষেপ করল হোয়াটসঅ্যাপ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি সময়কালের মধ্যে বন্ধ করে দেওয়া হল ৯৯ লক্ষেরও বেশি ভারতীয় অ্যাকাউন্ট!
তথ্যপ্রযুক্তি আইনের ৪(১)(ডি) এবং ৩এ(৭) ধারা মেনেই পদক্ষেপ করেছে হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন সংস্থাটির লক্ষ্য জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি যেন ইউজারদের কাছে নিরাপদ একটি মঞ্চ হিসেবে নিজের অবস্থানটি অপরির্তিত রাখতে পারে।

সংস্থার তরফে জানানো হয়েছে, সব মিলিয়ে চলতি বছরের প্রথম মাসে ৯৯ লক্ষ ৬৭ হাজার ভারতীয় অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এর মধ্যে ১৩ লক্ষ ২৭ হাজার অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে কোনও ইউজার রিপোর্ট বা অন্য কোনও ফ্যাক্টর ছিল না। কেবলমাত্র হোয়াটসঅ্যাপের নিজস্ব সমন্বিত সনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করে প্রতারণা বা অপব্যবহারের ইঙ্গিতবাহী আচরণকে চিহ্নিত করে অ্যাকাউন্টগুলি উড়িয়ে দেওয়া হয়েছে। বলে রাখা ভালো, গত বছরের শেষ মাসে ‘সন্দেহজনক’ ১ হাজার ৭০০ স্কাইপ আইডি ও ৫৯ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করার ক্ষেত্রে কী কী কারণ কাজ করে

মনে রাখতে হবে, সন্দেহজনক আচরণ করলে আপনার অ্যাকাউন্টও কিন্তু ব্লক হতে পারে। সেজন্য খেয়াল রাখতে হবে যেন কোনও ভাবেই আচরণবিধি ভঙ্গ না হয়। এর মধ্যে রয়েছে গুচ্ছ মেসেজ বা স্প্যাম ফরোয়ার করতে থাকা, ভুয়ো মেসেজ লাগাতার করে চলার মতো কার্যকলাপ।

এছাড়াও ভারতীয় আইন অনুসারে অবৈধ বলে বিবেচিত কার্যকলাপে জড়িত অ্যাকাউন্টগুলিও নিষিদ্ধ করা হচ্ছে। এসম্পর্কেও সতর্ক থাকুন।

এছাড়াও অন্যদের সঙ্গে অপমানজনক, হয়রানিমূলক বা কাম্য নয় এমন ধরনের আচরণের অভিযোগ এলেও পদক্ষেপ করা হয়। কাজেই সব মিলিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে এই ধরনের মেসেজ ফরোয়ার্ড করা-সহ সব ধরনের পদক্ষেপই বিবেচনা করে করতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *