সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোঁজ নেই রণবীর এলাহাবাদিয়ার। শুক্রবার মুম্বই পুলিশ জানিয়েছে, জনপ্রিয় ইউটিউবারের ফোন বন্ধ রয়েছে। বাড়ির দরজাও তালাবন্দি। এমনকী, নিখোঁজ তাঁর আইনজীবীও। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টেও ধাক্কা খেতে হয়েছে রণবীরকে। এই পরিস্থিতিতে এবার তাঁর সন্ধানে গিয়ে শূন্য হাতে ফিরল পুলিশ।
উল্লেখ্য, দিনকয়েক আগে ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর। সেখানে তিনি আচমকাই বলে বসেন, “বাবা-মায়ের যৌনতা দেখবে? নাকি একবার তাদের সঙ্গে যোগ দিয়ে সঙ্গম করা পুরোপুরি বন্ধ করবে?” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় ওঠে দেশজুড়ে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, রণবীর-সহ অনুষ্ঠানে হাজির থাকা একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তাঁর রাজ্যের পুলিশ। অন্যদিকে মহারাষ্ট্রেও রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মহারাষ্ট্র নারী এবং শিশু সুরক্ষা কমিশনেও অভিযোগ দায়ের হয়েছে।
যদিও ‘অনিচ্ছাকৃত’ মন্তব্যের জন্য ‘ক্ষমা’ চান সোশাল মিডিয়া তারকা। তাতেও লাভ হয়নি। হু হু করে কমেছে ফলোয়ার সংখ্যা। সংসদেও উঠেছে এই প্রসঙ্গ। তার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিয়ার বাইসেপস। আগামী দু-তিনদিনের মধ্যে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, মুম্বই পৌঁছে গিয়েছে অসম পুলিশের বিশেষ দলও।
এই পরিস্থিতিতে অভিযোগের পাহাড় থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিয়ার বাইসেপস। সেখানেও ধাক্কা খেতে হয়েছে জনপ্রিয় ইউটিউবারকে। জানা গিয়েছে, দেশের নানা প্রান্তে একাধিক অভিযোগ দায়ের হয়েছে রণবীরের বিরুদ্ধে। সেগুলির প্রত্যেকটি খারিজ করার জন্য শীর্ষ আদালতে আবেদন জানান তিনি। মামলার দ্রুত শুনানির আবেদনও জানান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে। কিন্তু দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। রণবীরকে শুক্রবার তলব করেছে অসম পুলিশ। সেই বিষয়টি উল্লেখ করেই দ্রুত শুনানির আবেদন করেছিলেন রণবীরের আইনজীবী অভিনব চন্দ্রচূড়। কিন্তু সেই আবেদন গ্রাহ্য হয়নি।